ঢাকাসোমবার, ২৮ এপ্রিল ২০২৫, ১৫ বৈশাখ ১৪৩২

বিজয়ের দলে ডাক পাওয়া নিয়ে যে ব্যাখ্যা দিলেন প্রধান নির্বাচক

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৪ এপ্রিল ২০২৫ , ০২:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে তিন বছর পর আন্তর্জাতিক টেস্ট দলে ডাক পেলেন ডানহাতি ব্যাটার এনামুল হক বিজয়। বুধবার (২৩ এপ্রিল) রাতে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টের স্কোয়াড ঘোষণা করে বিসিবি। 

বিজ্ঞাপন

২০২২ সালে ওয়েস্ট ইন্ডিজ সফরে সাদা পোশাকে শেষ বারের মতো মাঠে নামেন বিজয়। কিন্তু ঘরোয়া ক্রিকেটে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে ছিলেন বিজয়। ডিপিএলের চলতি আসরেই বিজয়ের ব্যাট থেকে এসেছে ৭৯ দশমিক ৪৫ গড়ে ৮৭৪ রান। 

বিজয়ের দলে ডাক পাওয়া নিয়ে প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু দেশের একটি গণমাধ্যমকে বলেন, আমার মনে হয় (ওপেনারদের) যথেষ্ট পর্যাপ্ত সুযোগ দেয়া হয়েছে। যারা ওপেনিংয়ে ছিল তাদের আউটের ধরন দেখলেই বুঝবেন। বিজয় অবশ্যই অনেক ভালো ফর্মে আছে। তাকে দলে নেওয়ার ক্ষেত্রে কোন বাধা ছিল না। একটু দেরিতে হলেও সে তার সুযোগটা পেয়েছে।

বিজ্ঞাপন

দ্বিতীয় টেস্টের বাংলাদেশ দল: নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), মাহমুদুল হাসান জয়, সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, মুমিনুল হক, মুশফিকুর রহিম, মাহিদুল ইসলাম ভূঁইয়া আঙ্কন, জাকের আলী আনিক, মেহেদী হাসান মিরাজ (সহ-অধিনায়ক), তাইজুল ইসলাম, নাঈম হাসান, তানভীর ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ ও তানজিম হাসান সাকিব।

আরও পড়ুন

উল্লেখ্য, ২০২২ সালের পর জাতীয় দলের হয়ে আর টেস্ট খেলেননি বিজয়। ঘরোয়া ক্রিকেটে ভালো করলেও টেস্টে দলে সুযোগ পেয়ে   কেমন করেন তাই দেখার বিসষয়। আগামী ২৮ এপ্রিল চট্টগ্রামে দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। এর আগে সিলেটে প্রথম টেস্টে জিম্বাবুয়ের বিপক্ষে ৩ উইকেটের ব্যবধানে হেরেছে শান্তর দল।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |