ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ দিয়ে আবারও আন্তর্জাতিক ম্যাচে ফিরছে বাংলাদেশ। আগামী ২০ এপ্রিল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মাঠে গড়াবে সিরিজের প্রথম টেস্ট। এই ম্যাচকে সামনে রেখে আজ টিকিটের মূল্য প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। যেখানে ম্যাচের টিকেটের দাম নির্ধারণ করা হয়েছে সর্বনিম্ন ৫০ টাকা।
আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে বাংলাদেশ-জিম্বাবুয়ে একে অপরের মুখোমুখি হবে।আর টিকিট বিক্রি শুরু হবে আগামীকাল (শুক্রবার) সকাল ১০টা থেকে। মধুমতি ব্যাংকের আম্বরখানা শাখায় মিলবে প্রথম টেস্টের টিকিট। এ ছাড়া শনিবার সকাল ১০টায় সিলেট স্টেডিয়াম কাউন্টার থেকে সরাসরি টিকিট কেনা যাবে।
টিকিট মূল্য:
গ্র্যান্ড স্ট্যান্ড: ৫০০ টাকা
ক্লাব হাউজ: ২৫০ টাকা
শহীদ আবু সাঈদ স্ট্যান্ড: ১০০ টাকা
গ্রিন হিল এরিয়া: ৫০ টাকা
ইস্টার্ন গ্যালারি (৩ নম্বর গেট): ৫০ টাকা
ইস্টার্ন গ্যালারি (২ নম্বর গেট): ১৫০ টাকা
শহীদ তুরাব স্ট্যান্ড (ওয়েস্ট গ্যালারি): ৫০ টাকা
উল্লেখ্য, বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে ঢাকায় অবস্থান করছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। মঙ্গলবার (১৫ এপ্রিল) বিকেলে ঢাকায় পা রাখে জিম্বাবুয়ে দলের খেলোয়াড়রা। টাইগারদের বিপক্ষে এই সিরিজের জন্য অভিজ্ঞ দল নিয়েই বাংলাদেশে এসেছে জিম্বাবুয়ে। অধিনায়ক ক্রেইগ আরভিন ছাড়াও দলে আছেন শন উইলিয়ামস, বেন কুরান, ব্লেসিং মুজারাবানিদের মতো অভিজ্ঞ খেলোয়াড়রা।
আরটিভি/এসকে