শততম ম্যাচে খালি হাতে ফিরলেন ফিঞ্চ
রাজীব গান্ধী আন্তর্জাতিক স্টেডিয়াম উপল বলেই পরিচিত। এই পিচ সাধারণত ব্যাটসম্যানদের হয়েই কথা বলে। মাঠটিতে প্রথম ইনিংসে গড় রান ২৮৬।
শনিবার পাঁচম্যাচ ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন অস্ট্রেলিয়ান অধিনায়ক অ্যারন ফিঞ্চ। ক্যারিয়ারের শততম ওয়ান-ডে ম্যাচে খেলতে নেমে খালি হাতে ফিরেছেন।
উসমান খাজার সঙ্গে ব্যাট করতে নেমে তিন বল খেলার পর জসপ্রিত বুমরাহ’র বলে এম এস ধোনির গ্ল্যাবসে বল দিয়ে মাঠ ছাড়েন ফিঞ্চ।
অন্যদিকে কোহলি টসের রেজাল্টে খুশি হয়েছেন। তিনি বললেন, জিতলে ভারত প্রথমেই বল করত। কোহলির বক্তব্য, রান তাড়া করা তার দলের শক্তি।
চাহালকে বিশ্রামে পাঠিয়ে কুলদীপ যাদবকে খেলাচ্ছে ভারত। দ্বিতীয় স্পিনার হিসেবে থাকছেন জাদেজা। দলে রয়েছেন বিজয় শঙ্কর। খেলছেন ধোনিও। ছবিতে দেখে নিন আজ দু’দলের প্রথম একাদশে রয়েছেন কারা।
ভারত দল
বিরাট কোহলি (অধিনায়ক), রোহিত শর্মা, আম্বাতি রায়ডু, লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, ঋষভ পন্থ, এমএস ধোনি, রবীন্দ্র জাদেজা, বিজয় শঙ্কর, যুজবেন্দ্র চাহাল, যশপ্রীত বুমরাহ, কেদার যাদব, কুলদীপ যাদব, মোহম্মদ শামি ও সিদ্ধার্থ কল।
অস্ট্রেলিয়া দল
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডি’আর্চি শর্ট, শন মার্শ, মার্কাস স্টইনিস, উসমান খাজা, অ্যালেক্স ক্যারি, পিটার হ্যান্ডসকম্ব, অ্যাশটন টার্নার, অ্যাডাম জাম্পা, জেসন বেহেনড্রফ, ঝাই রিচার্ডসন, প্যাট কামিন্স, অ্যান্ড্রু টাই, নাথান কুল্টার-নিল, নাথান লায়ান।
ওয়াই
মন্তব্য করুন