আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বললেও এতদিন বিগব্যাশ লিগের নিয়মিত মুখ ছিলেন অস্ট্রেলিয়ার সফলতম অধিনায়ক অ্যারেন ফিঞ্চ। এবার বিবিএল থেকেও বিদায় নিলেন তিনি। তবে বিদায়ী ইনিংসটা রাঙাতে পারেননি তিনি। শূন্য রানে আউট হয়েছেন তিনি।
শনিবার (১৩ জানুয়ারি) ফিঞ্চের বিদায়ী ম্যাচে টস জিতে মেলবোর্ন স্টার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানায় মোলবোর্ন রেনিগেডস। ব্যাটিংয়ে নেমে ১৩৮ রানের লক্ষ্য দেয় স্টার্স। জবাবে ব্যাটিংয়ে নেমে ফিঞ্চ শূন্য রানে আউট হলে, শান মার্শের অপরাজিত ৬৪ রানে ভর করে ১৬ বল ও ৬ উইকেট হাতে থাকতেই জয় তুলে নেয় রেনিগেডস। ফলে জয় দিয়ে ফিঞ্চের বিদায়টা রাঙিয়েছে তার দল।
২০১৮ সালে মাত্র পাঁচ টেস্ট খেলেই লাল বলের ক্যারিয়ারের ইতি টানেন ফিঞ্চ। তবে টি-টোয়েন্ট ও ওয়ানডেতে ছিলেন অজিদের গুরুত্বপূর্ণ ক্রিকেটার। দুই ফরম্যাটে অধিনায়কও ছিলেন তিনি। সবশেষ ২০২১ সালে অস্ট্রেলিয়া প্রথমবার টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছিল তার অধীনেই।
এরপর ২০২২ সালে সেপ্টেম্বরে ওয়ানডে ক্রিকেটকে বিদায় বলেন তিনি। সেই বছর টি-টোয়েন্ট বিশ্বকাপের সেমিফাইনালে উঠতে না পারায় টি-টোয়েন্টি থেকেও অবসরে যান ফিঞ্চ। এরপর আন্তর্জাতিক ক্রিকেটকে ধারাভাষ্য দিতে দেখা যায় এই অজি ক্রিকেটারকে।
অ্যারন ফিঞ্চের আন্তর্জাতিক ক্যারিয়ার:
টেস্ট: অস্ট্রেলিয়ার হয়ে ৫টি টেস্টে ২৭৮ রান করেন অ্যারন ফিঞ্চ। হাফ-সেঞ্চুরি করেন ২টি।
ওয়ানডে: দেশের জার্সিতে মোট ১৪৬টি ওয়ান ডে খেলেন ফিঞ্চ। ১৭টি শতরান ও ৩০টি অর্ধশতকসহ ৫৪০৬ রান করেছেন তিনি।
টি-টোয়েন্টি: অস্ট্রেলিয়ার হয়ে ১০৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেটে মাঠে নামেন ফিঞ্চ। ২টি সেঞ্চুরি ও ১৯টি অর্ধশতকসহ ৩১২০ রান করেন তিনি।
অ্যারন ফিঞ্চের ক্যাপ্টেন্সি ক্যারিয়ার:
ওয়ান ডে: ২০১৭ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়াকে ৫৫টি ওয়ান ডে ম্যাচে নেতৃত্ব দেন ফিঞ্চ। তাঁর নেতৃত্বে অস্ট্রেলিয়া ৩১টি ওয়ান ডে ম্যাচে জয় তুলে নেয়।
টি-২০: ২০১৪ থেকে ২০২২ পর্যন্ত অস্ট্রেলিয়াকে সব থেকে বেশি ৭৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে নেতৃত্ব দেন ফিঞ্চ। তার নেতৃত্বে অস্ট্রেলিয়া ৪০টি ম্যাচেই জয় পেয়েছে।