• ঢাকা মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ৯ পৌষ ১৪৩১
logo

মুসলিম নির্যাতন: ওজিলের বক্তব্য ব্যক্তিগত, বলছে আর্সেনাল

স্পোর্টস ডেস্ক, আরটিভি অনলাইন

  ১৫ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৩
mesut özil muslim
ছবি- সংগৃহীত

তুর্কি ভাষায় কথা বলে এমন প্রায় ১ কোটি মুসলমানের বসবাস চীনের জিনজিয়ান প্রদেশে। উইঘুর হিসেবে পরিচিত সংখ্যালঘু এই সম্প্রদায়ের ওপর দীর্ঘদিন ধরে নির্যাতন চালানো হচ্ছে। এমটাই অভিযোগ চীন সরকারের বিরুদ্ধে। এই সম্প্রদায়ের প্রায় ১০ লাখ মানুষকে ক্যাম্পে আটক করে নির্যাতন চালানো হচ্ছে। এমনটা জেনেও নিশ্চুপ মুসলিম বিশ্ব। তাই ক্ষোভ প্রকাশ করেছেন জার্মানির হয়ে বিশ্বকাপ জয়ী ফুটবল তারকা মেসুত ওজিল। জানিয়েছে দ্য গার্ডিয়ান।

চীনের জিনজিয়ান প্রদেশকে উইঘুররা উইঘুরস্তান অথবা পূর্ব তুর্কিস্তান বলে থাকেন। অঞ্চলটি কিরগিজস্তান, কাজাখস্তান ও তাজিকিস্তান সীমান্তবর্তী।

সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটার ও ইনস্টাগ্রামে ওজিল বলেন, ‘পূর্ব তুর্কিস্তানে মুসলিম উম্মাহদের রক্তাক্ত করা হচ্ছে। তাদের ধর্মীয় রীতি-নীতি পালন করতে বাধা দেয়া হচ্ছে। পবিত্র কুরআন পুড়িয়ে দেয়া হচ্ছে। বন্ধ করে দেয়া হয়েছে মসজিদ। শিশুদের স্কুলে যেতে দেয়া হচ্ছে না। ধর্মীয় নেতাদের মেরে ফেলা হচ্ছে। পুরুষদের ক্যাম্পে নিয়ে নির্যাতন করা হচ্ছে। নারীদের চীনা পুরুষরা ধর্ষণ করছে।’

এঘটনায় মুসলমান দেশগুলোর নেতারা চুপ। এই নিয়ে অবাক ওজিল।

‘যদিও মুসলিম বিশ্ব আজ নীরব। তারা কোনও আওয়াজ তুলছে না। তারা কী জানে না, অন্যায়-অত্যাচারের প্রতিবাদ না করাও অন্যায়।’

বর্তমানে ইংলিশ ক্লাব আর্সেনালে খেলছেন ওজিল। ৩১ বছর বয়সী এই মিডফিল্ডারের বক্তব্য সম্পূর্ণ ব্যক্তিগত বলে দাবি করেছে তার দল। চীনসহ বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন ব্যবসার সঙ্গে জড়িত লন্ডনের ঐতিহ্যবাহী এই দলটি। বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সামাজিক যোগাযোগ মাধ্যমে ওজিলের পোস্ট করা মন্তব্যটি তার ব্যক্তিগত। ফুটবল ক্লাব হিসেবে আর্সেনাল কোনও ধরনের রাজনীতিতে নিজেদের জড়িত না করার নীতিটি সব সময় মেনে চলে।’

ওয়াই

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • খেলা এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কারাবাও কাপের শেষ চার নিশ্চিত করেছে আর্সেনাল-লিভারপুল
ম্যানচেস্টার ইউনাইটেডের বিপক্ষে টানা চার জয়ে আর্সেনালের ইতিহাস
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
চেলসির জালে আর্সেনালের গোল উৎসব