ঢাকা

শেষ টেস্টের দলে ফিরেছেন আর্চার, এন্ডারসন, উড

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০ , ০৬:৪১ পিএম


loading/img
ছবি- সংগৃহীত

আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে ‘রেইজ দ্যা ব্যাট’ টেস্ট সিরিজের অলিখিত ফাইনাল ম্যাচ। দ্বিতীয় ম্যাচের ভেন্যু ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ডেই রাখা হয়েছে সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচটি।

বিজ্ঞাপন

সাউদাম্পটনে সিরিজের প্রথম ম্যাচে জিতে ১-০ ব্যবধানে এগিয়ে থাকা ওয়েস্ট ইন্ডিজকে দ্বিতীয় টেস্টে হারিয়ে ১-১ সমতায় আনে স্বাগতিকরা।

প্রথম টেস্টে ইংলিশদের নিয়মিত অধিনায়ক জো রুট ছিলেন না ব্যক্তিগত কারণে। দ্বিতীয় টেস্টে ফিরেই দলকে বাঁচিয়েছেন হারের থেকে। তবে সেই ম্যাচের কয়েক ঘণ্টা নিয়ম ভাঙার অপরাধে আগে বাদ পড়তে হয় জোফরা আর্চারকে। জেমস এন্ডারসন ও মার্ক উডকে দেয়া হয় বিশ্রাম।

বিজ্ঞাপন

জোফরা জরিমানা আর করোনা নেগেটিভ হয়ে ফিরেছেন শেষ টেস্টের দলে। এন্ডারসন, উডও ফিরেছেন বিশ্রাম নিয়ে। শেষ ম্যাচকে সামনে রেখে ১৪ সদস্যের দল ঘোষণা করেছে ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি)।

তবে এই ম্যাচকে ঘিরে দুই দলেরই বাড়তি সতর্কতা রয়েছে কেন না, ১৯৮৮ সালের পর ইংল্যান্ডের মাটিতে আর টেস্ট সিরিজ জিততে পারেনি ক্যারিবীয়রা। শেষ টেস্টে তাই বড় সুযোগ জেসন হোল্ডারের দলের সামনে।

ক্যারিবীয়দের এমন সুযোগ সফল হতে না দিতে তাই জো রুটদের বাড়তি সতর্কতা নিশ্চয় জমিয়ে তুলবে ম্যাচ।

বিজ্ঞাপন

১৪ সদস্যের দল: জো রুট (অধিনায়ক), জেমস এন্ডারসন, জোফরা আর্চার, ডমিনিক বেস, স্টুয়ার্ট ব্রড, ররি বার্নস, জশ বাটলার, জ্যাক ক্রলি, স্যাম কারান, অলি পপ, ডম সিবলি, বেন স্টোকস, ক্রিস ওকস ও মার্ক উড।

এমআর/

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |