চোটের কারণে লম্বা সময় খেলার বাইরে ছিলেন জোফরা আর্চার। সুস্থ হয়ে চলমান আইপিএলে খেলেছেন তিনি। তবে টুর্নামেন্টের মাঝপথেই ইউরোপে পাড়ি দেন মুম্বাই ইন্ডিয়ান্সের এই ইংলিশ পেসার। ডান কনুইয়ে অস্ত্রোপচার করানোর জন্য বেলজিয়ামে গিয়েছিলেন তিনি।
গত ২ এপ্রিল এবারের আইপিএলে নিজের প্রথম ম্যাচ খেলেন আর্চার। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলা ম্যাচটিতে বল হাতে তেমন সাফল্যই পাননি তিনি। ম্যাচে ৪ ওভার বল করে ৩৩ রান খরচ করলেও কোনো উইকেটের দেখা পাননি।
এরপর মুম্বাইয়ের পরের চার ম্যাচের একাদশেও দেখা যায়নি তাকে। মূলত ইনজুরি থেকে ফেরার পর শতভাগ ফিট না থাকার কারণেই খেলতে পারেননি তিনি। আর ওই সময়ে বেলজিয়াম ঘুরে আসেন আর্চার। এই ব্যাপারে তাকে পুরোপুরি সমর্থন করছে তার দল মুম্বাই।
দলে থাকার বদলে এই মুহূর্তে সার্জারি করানোই আর্চারের জন্য সঠিক সিদ্ধান্ত হবে বলে মনে করছিল মুম্বাই ইন্ডিয়ান্স ফ্র্যাঞ্চাইজি।
ইংল্যান্ডের গণমাধ্যম ‘ডেইলি টেলিগ্রাফ’ জানিয়েছে, ভারতে অনুষ্ঠিত আইপিএল ছেড়ে বেলজিয়ামে নিজের চিকিৎসকের শরণাপন্ন হয়েছিলেন আর্চার। যদিও ডান কনুইয়ে আর্চারের অস্ত্রোপচারটি তেমন বড় কিছু নয়। তবুও নিজেকে শতভাগ ফিট হিসেবে দ্রুত ফিরে পেতে এই সিদ্ধান্ত নেন আর্চার।