ঢাকাসোমবার, ২৪ মার্চ ২০২৫, ১০ চৈত্র ১৪৩১

৬৭৮ দিন পর ফেরা আর্চার আসছেন বাংলাদেশে

ক্রীড়া প্রতিবেদক, আরটিভি নিউজ

শুক্রবার, ০৩ ফেব্রুয়ারি ২০২৩ , ১১:৪৮ এএম


loading/img
ছবি-সংগৃহীত

বাংলাদেশের বিপক্ষে আসন্ন সফরের জন্য দল ঘোষণা করেছে ইংলিশ ক্রিকেট বোর্ড। বাংলাদেশের মাটিতে চলতি মাসের শেষদিকে ওয়ানডে এবং টি-টোয়েন্টি সিরিজ খেলতে আসবে ইংলিশরা।

বিজ্ঞাপন

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড ওয়ানডে এবং টি-টোয়েন্টির জন্য আলাদা ১৫ জন করে স্কোয়াড ঘোষণা করেছে। যেখানে দুই ভিন্ন স্কোয়াডে ১১জন ক্রিকেটার একই থাকছেন।

এই সফরে খেলতে আসবেন ইংল্যান্ডের অন্যতম সেরা পেসার জোফরা আর্চার। লম্বা সময় ধরে মাঠের বাইরে ছিলেন বিশ্বকাপজয়ী এই ক্রিকেটার। ২০২১ সালের মার্চে সর্বশেষ জাতীয় দলের জার্সিতে ভারতের বিপক্ষে খেলেছিলেন আর্চার।

বিজ্ঞাপন

এরপর পিঠের ইনজুরিতে ছিটকে পড়েন ২৭ বছর বয়সী এই পেসার। যেতে হয় ছুরি-কাঁচির নিচে। প্রথমবার অস্ত্রোপচার শেষে ঘরোয়া লিগে আবারও নতুন করে শুরু করেন জাতীয় দলে ফেরার আশায়।

তবে দুর্ভাগ্যজনকভাবে ১৭ মাস আগে ফিরবেন ফিরবেন মনে হলেও আর ফেরা হয়নি এই ক্রিকেটারের। সব জল্পনা-কল্পনা শেষে ৬৭৮ দিন পর দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ দিয়ে আবারও ইংলিশদের জার্সিতে ফিরেছেন আর্চার।

আর ফিরেই ক্যারিয়ার সেরা ওয়ানডে বোলিং করেছেন এই পেসার। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৪০ রানের বিনিময়ে ক্যারিয়ারসেরা ৬ উইকেট নিয়েছেন আর্চার। এবার আসছেন বাংলাদেশে। টাইগারদের বিপক্ষে ওয়ানডে এবং টি-টোয়েন্টি দুই ফরম্যাটেই খেলবেন এই ক্রিকেটার।  

বিজ্ঞাপন

দুই দলের মধ্যকার সিরিজ ওয়ানডে ফরম্যাট দিয়ে শুরু হবে। ১লা মার্চ প্রথম ওয়ানডে দিয়ে শুরু হবে দুই দলের মধ্যকার তিন ম্যাচের সিরিজটি। ওয়ানডে সিরিজের বাকি দুই ম্যাচ হবে যথাক্রমে ৩ ও ৬ মার্চে। প্রথম দুই ওয়ানডে হবে মিরপুরের শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামে। শেষ ম্যাচটি হবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে। ওয়ানডে ফরম্যাটের প্রত্যেক ম্যাচ শুরু হবে দুপুর ১২টায়।

এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ৯ মার্চ শুরু হবে দুই দলের মধ্যকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচ। এরপর দুই দল আবার ঢাকায় উড়াল দেবে। যেখানে ১২ এবং ১৪ মার্চ হবে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের বাকি দুটি।

ইংল্যান্ড ওয়ানডে স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, স্যাম কারান, মঈন আলী, জোফরা আর্চার, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলে, ক্রিস ওকস, মার্ক উড, সাকিব মাহমুদ, জেসন রয়, জেমস ভিন্স।

ইংল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), টম অ্যাবেল, রেহান আহমেদ, স্যাম কারান, বেন ডাকেট, মঈন আলী, উইল জ্যাকস, জোফরা আর্চার, ক্রিস জর্দান, ডেভিড মালান, আদিল রশিদ, ফিল সল্ট, রিস টপলে, ক্রিস ওকস, মার্ক উড।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |