লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের ব্যাটসম্যানদের দ্রুততম ফিফটির রেকর্ড গড়েছেন আবাহনীর ওপেনার পারভেজ হোসেন ইমন। লিস্ট ‘এ’ ক্রিকেটের ইতিহাসে ১৫ বলে যৌথভাবে চতুর্থ দ্রুততম ফিফটির রেকর্ডও এটি অর্থাৎ দেশের ঘরোয়া ক্রিকেটের যেকোনো ফরম্যাটে এটাই সবচেয়ে কম বলে অর্ধশতক।
রোববার (৬ এপ্রিল) বিকেএসপির তিন নম্বর মাঠে বৃষ্টিতে ছোট হয়ে যাওয়া ম্যাচে মাত্র ১৫ বলে ফিফটি হাঁকিয়েছেন বাঁহাতি এই আবাহনীর এই ওপেনার। ইমনের বিস্ফোরক ব্যাটিংয়ে ৬.৪ ওভারেই শাইনপুকুরের বিপক্ষে ১০ উইকেটের জয় পেয়েছে আবাহনী।
এর আগে, বৃষ্টিতে মাঠ ভিজে থাকায় ৫০ ওভারের ম্যাচটি আকার নেয় ৩১ ওভারে। আবাহনীর অফস্পিনার মোসাদ্দেক হাসান সৈকত (৪/৩৬), ডানহাতি পেসার রবিন মন্ডল (২/১২) এবং বাঁহাতি স্পিনার রাকিবুল ইসলামের (২/৯) সাঁড়াশি বোলিং আক্রমণে শাইনপুকুর ৮৮ রানে (২৫.৪ ওভারে) অলআউট হয়ে যায়।
৮৯ রানের লক্ষ্য তাড়া করে আবাহনী মাত্র ৬.৪ ওভারেই জয় তুলে নেয়। নবম ম্যাচে আবাহনীর অষ্টম জয়ে ২৩ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন ওপেনার পারভেজ হোসেন ইমন। অপর ওপেনার জিসান আলম নটআউট থাকেন বল পিছু ১৭ রান তুলে। এই জয়ে ৯ খেলায় আট ম্যাচ জিতে ১৬ পয়েন্ট পেয়ে তালিকায় এককভাবে সবার ওপরেই রইল আবাহনীর স্থান।
প্রসঙ্গত, লিস্ট ‘এ’তে বাংলাদেশে ও বাংলাদেশের ব্যাটসম্যানদের আগের দ্রুততম ফিফটি ছিল ১৮ বলে। ২০১৪ এশিয়া কাপে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে বাংলাদেশের বিপক্ষে ১৮ বলে ফিফটি করেছিলেন পাকিস্তানের শহীদ আফ্রিদি। পাঁচ বছর পর ঢাকা প্রিমিয়ার লিগে মিরপুরেই ১৮ বলে ফিফটি করে বাংলাদেশের ব্যাটসম্যানদের রেকর্ড গড়েন ফরহাদ রেজা। প্রাইম দোলেশ্বরের হয়ে শেখ জামাল ধানমন্ডির বিপক্ষে ২০ বলে ৫৬ রান করা ফরহাদ ভেঙেছিলেন নাজমুল হোসেন মিলনের রেকর্ড। ২০০৭ সালে ধানমন্ডি ক্রিকেট স্টেডিয়ামে জাতীয় লিগের ওয়ানডেতে খুলনার বিপক্ষে ১৯ বলে ফিফটি করেন ঢাকা বিভাগের নাজমুল।
আরটিভি/কেএইচ/এস