• ঢাকা রোববার, ০১ ডিসেম্বর ২০২৪, ১৬ অগ্রহায়ণ ১৪৩১
logo
টসে জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ, একাদশে দুই পরিবর্তন
দ্বিতীয় দফায় পেছাল বাংলাদেশের ম্যাচের টস
ভেজা আউটফিল্ডের কারণে দ্বিতীয় দফায় পেছানো হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার দ্বিতীয় টেস্টের টস। স্থানীয় সময় সকাল ৮টায় টসের নির্ধারিত সময় থাকলে পর্যবেক্ষণ শেষে জানানো হয়, এখনই খেলা মাঠে গড়ানোর অবস্থায় নেই। এরপর বেলা ১১টায়ও জ্যামাইকার সাবিনা পার্ক সন্তুষ্ট করতে পারেনি আম্পায়ারদের।  ফলে দ্বিতীয় দফায় দুই ঘণ্টা পেছানো হলো টসের সময়। নতুন সময় অনুযায়ী, স্থানীয় সময় দুপুর ১টায় মাঠ পর্যবেক্ষণ করবেন আম্পায়াররা। যদিও কিংস্টনে এখন আকাশ ঝলমলে আকাশ তবুও দ্বিতীয় পর্যবেক্ষণেও মাঠের অবস্থা খুব একটা সুখকর না। গত কয়েক দিনের বৃষ্টির কারণে উইকেটের পাশে ও আউটফিল্ডের বড় একটা অংশ স্যাঁতসেঁতে হয়ে আছে। খেলা মাঠে গড়ালেও খুব বেশি ওভার হবে না। লাঞ্চ বিরতির পরেই খেলা শুরু হতে পারে। দুই ম্যাচের টেস্ট সিরিজে প্রথম ম্যাচে টাইগারদের ২০১ রানের বিশাল ব্যবধানে হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। সিরিজ বাঁচানোর লক্ষ্যে এই ম্যাচে মাঠে নামতে যাচ্ছে বাংলাদেশ।  সবশেষ ২০০৯ সালের সফরে ২-০ ব্যবধানে দুই ম্যাচের টেস্ট সিরিজে জয়ের পর ক্যারিবিয়ান দ্বীপে কখনও সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। এবারও সিরিজ হারের দ্বারপ্রান্তে রয়েছে টাইগাররা। সব মিলিয়ে ২১ টেস্টে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। এ রমধ্যে ১৫টিতে জিতেছে ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশের জয় চারটিতে। বাকি দুই টেস্ট ড্র হয়। আরটিভি/এসএপি/এস
টানা তিন হারে টুর্নামেন্ট শেষ করল বাংলা টাইগার্স
এক ম্যাচ আগেই সিরিজ নিশ্চিত করল বাংলাদেশের মেয়েরা
অ্যাডিলেড টেস্টের আগে অজি শিবিরে বড় দুঃসংবাদ
শুরুর ধাক্কা সামলে জয়ের পথে এগোচ্ছে টাইগ্রেসরা
দুর্নীতির মামলায় গ্রেপ্তার সাবেক প্রোটিয়া পেসার
শুধু দক্ষিণ আফ্রিকা নয়, এক সময়ে বিশ্ব ক্রিকেটের সেরা বোলার ছিলেন লনওয়াবো সতসবে। ২০১৩ সালে আন্তর্জাতিক ক্যারিয়ার শেষ করেছিলেন তিনি। তবে এই কিংবদন্তি ক্রিকেটারদের দুর্নীতির মামলায় গ্রেপ্তার করেছে দেশটির পুলিশ। তার সঙ্গে দক্ষিণ আফ্রিকার সাবেক টেস্ট ক্রিকেটার থামি সোলেকিল ও এলি এমবালাতিকেও গ্রেপ্তার করা হয়েছে। দক্ষিণ আফ্রিকার দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনের আওতায় অভিযোগ আনা হয়েছে সতসবে, থামি সোলেকিল ও এলি এমবালাতির বিরুদ্ধে। এই তিনজনের বিরুদ্ধে খেলাধুলায় ফিক্সিংয়ের চেষ্টার অভিযোগ দীর্ঘদিনের।  ২০১৬ ও ২০১৭ সালে ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্টে ফিক্সিং–চেষ্টার দায়ে সিএসএ ৭ জন ক্রিকেটারকে শাস্তি দিয়েছিল। এর মধ্যে এই তিন ক্রিকেটার অন্যতম। ক্রিকইনফোর প্রতিবেদন অনুসারে, দক্ষিণ আফ্রিকার ২০০৪ সালের দুর্নীতি প্রতিরোধ ও নির্মূল আইনের অধীন গ্রেপ্তার তিন ক্রিকেটারের বিরুদ্ধে পাঁচটি অভিযোগ আনা হয়। যে ধারায় অভিযুক্ত করা হয়েছে, সেটি খেলাধুলায় দুর্নীতিবিষয়ক কর্মকাণ্ড সম্পর্কিত।  ২০০০ সালে সাবেক দক্ষিণ আফ্রিকা অধিনায়ক হানসি ক্রোনিয়ের ম্যাচ ফিক্সিংয়ের ঘটনার পরিপ্রেক্ষিতেই আইনটি করা হয়েছিল। আইনটি প্রচলনের পর খেলোয়াড়দের মধ্যে সতসবে, সোলেকিল ও এমবালাতিই প্রথম অভিযুক্ত হলেন। দক্ষিণ আফ্রিকা পুলিশের বিশেষ শাখা ডিপিসিআইয়ের (ডিরেক্টরেট ফর প্রায়োরিটি ক্রাইম ইনভেস্টিগেশন) তদন্তের পরিপ্রেক্ষিতেই তিন ক্রিকেটারের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে। সতসবেদের বিরুদ্ধে ওঠা সবগুলো অভিযোগ ২০১৫–১৬ রাম স্ল্যাম চ্যালেঞ্জ টুর্নামেন্টকে ঘিরে।  শুক্রবার (২৯ নভেম্বর) ডিপিসিআইয়ের ন্যাশনাল হেড লেফটেন্যান্ট জেনারেল গডফ্রে লেবেয়া বলেন, দুর্নীতি খেলাধুলার অখণ্ডতাকে ক্ষুণ্ন করে এবং ডিপিসিআই সমাজের সব ক্ষেত্রে ন্যায্যতা ও পেশাদারত্বের মূল্যবোধ রক্ষা করার জন্য দৃঢ়প্রতিজ্ঞ।  ২০০৯ সালে দক্ষিণ আফ্রিকার হয়ে ওয়ানডেতে অভিষেক হয় লনওয়াবো সতসবের। এরপর থেকে তিনি ৬১ ওয়ানডেতে ৯৪ উইকেট সংগ্রহ করেন। ২০০৯ সালের ১১ জানুয়ারি অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে অভিষেক হয়। এরপর থেকে তিনি ২৩ টি–টোয়েন্টিতে ১৮ উইকেট লাভ করেন।  সাদা পোষাকে তার অভিষেক হয় ২০১০ সালের জুন মাসে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে। এরপর থেকে তিনি মাত্র ৫ টেস্ট খেলার সুযোগ পান। ৫ ম্যাচে তিনি ৯ উইকেট লাভ করেন। সতসবে সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছেন ২০১৩ সালের ১১ ডিসেম্বর ভারতের বিপক্ষে। আরটিভি/এসআর  
আয়ারল্যান্ডকে দুইশর আগেই আটকালো বাংলাদেশ
বাংলাদেশের বিপক্ষে প্রথম ওয়ানডে ম্যাচে বড় ব্যবধানে হেরেছিল আয়ারল্যান্ড। তাই সিরিজ বাঁচাতে দ্বিতীয় ম্যাচে জয়ের বিকল্প নেই আইরিশ মেয়েদের সামনে। সিরিজ রক্ষার ম্যাচে আগে ব্যাট করে বাংলাদেশকে ১৯৪ রানের লক্ষ্য দিয়েছে আয়ারল্যান্ড। শনিবার (৩০ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে শুরুতে সাজঘরে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস (২)। ৩৪ বলে ১৩ রান তাকে সঙ্গ দেন আরেক ওপেনার সারাহ ফোর্বস। তৃতীয় উইকেটে ওলা প্রেন্ডারগাস্টকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অ্যামি হান্টার। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে আইরিশরা।  ৩৫তম ওভারে স্বর্ণার আক্তারকে বোলিংয়ে আনেন জ্যোতি। ওভারের প্রথম বলে রান আউটে কাটা পড়েন প্রেন্ডারগাস্ট। ৩৭ রান করেন তিনি। একই ওভারের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে হান্টার। ৬৮ রান করেন তিনি। এতে দলীয় ১২৭ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। এরপর লিয়া পলকে সঙ্গে নিয়ে দলের হাল ধরার চেষ্টা করেন লরা ডেলানি। কিন্তু ইনিংস বড় করতে পারেননি পল। ২৫ বলে ১০ রান করেন তিনি। কিন্তু এক প্রান্ত আগলে রেখে লড়াই করতে থাকের ডেলানি।  শেষ দিকে ৩৩ রান করে ডেলানি রান আউট হলে উনা রেমন্ড-হোয়ের অপরাজিত ২১ রানে ভর করে ১৯৩ রানের লড়াকু পুঁজি পায় আয়ারল্যান্ড। বাংলাদেশের হয়ে দুই উইকেট শিকার করেন সুলতানা খাতুন। এ ছাড়াও নাহিদা আক্তার এবং স্বর্ণা আক্তার নেন একটি করে উইকেট।  আরটিভি/এসআর
প্রেন্ডারগাস্টের পর হান্টারের বিদায়, খেলায় ফিরল বাংলাদেশ
আয়ারল্যান্ডের বিপক্ষে টস হেরে ফিল্ডিংয়ে নেমে দ্রুত ২ উইকেট তুলে নিয়ে শুরুটা ভালো করছিল বাংলাদেশ। কিন্তু অ্যামি হান্টার ও ওরলা প্রেন্ডারগাস্টের ব্যাটে ঘুরে দাঁড়িয়েছিল সফরকারীরা। তবে ৩৫তম ওভারে এই দুই ব্যাটার আউট হলে খেলায় ফেরে টাইগ্রেসরা। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৩৭ ওভারে ৪ উইকেট হারিয়ে আয়ারল্যান্ডের সংগ্রহ ১৩৩ রান। লরা ডেলানি ৫ রান এবং লিয়া পল ১ রানে ব্যাট করছেন।   শনিবার (৩০ নভেম্বর) আগে ব্যাট করতে নেমে শুরুতে সাজঘরে ফেরেন অধিনায়ক গ্যাবি লুইস (২)। ৩৪ বলে ১৩ রান তাকে সঙ্গ দেন আরেক ওপেনার সারাহ ফোর্বস। তৃতীয় উইকেটে ওরলা প্রেন্ডারগাস্টকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন অ্যামি হান্টার। দুজনের ব্যাটে ভর করে ১০০ রানের কোটা পার করে আইরিশরা।  ৩৫তম ওভারে স্বর্ণার আক্তারকে বোলিংয়ে আনেন জ্যোতি। ওভারের প্রথম বলে রান আউটে কাটা পড়েন প্রেন্ডারগাস্ট। ৩৭ রান করেন তিনি। একই ওভারের পঞ্চম বলে লেগ বিফোরের ফাঁদে পড়ে হান্টার। ৬৮ রান করেন তিনি। এতে দলীয় ১২৭ রানে ৪ উইকেট হারায় আয়ারল্যান্ড। আরটিভি/এসআর
শর্ত পূরণ নয়, সাকিবকে দলে না রাখার পেছনে রয়েছে অন্য কারণ
আর মাত্র কয়েক দিন পরই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে বাংলাদেশ। যেখানে খেলা হচ্ছে না সাকিব আল হাসানের। বিসিবিকে দেওয়া তিনটি শর্ত পূরণ না হওয়ায় নাকি এমন সিদ্ধান্ত এই ক্রিকেটারের। শুক্রবার (২৯ নভেম্বর) দেশের বেসরকারি একটি গণমাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য  উঠে আসে। প্রতিবেদনে বলা হয়েছিল, দেশের মাটিতে খেলার স্বাধীনতা, ব্যাংক অ্যাকাউন্ট উন্মুক্ত করে দেওয়া এবং দেশে ফেরা ও বিদেশে যাওয়ার নিশ্চয়তা চেয়েছিল সাকিব। এই তিনটি বিষয়ে অনুমোদন পেতে সরকারকে রাজি করাতে বিসিবিকে অনুরোধ করেছিলেন। কিন্তু এই বিষয়ে কোনো সমাধান দিতে পারেনি বিসিবি। যার ফলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষেও ওয়ানডে সিরিজ খেলা হচ্ছে না বাঁ-হাতি অলরাউন্ডারের। তাকে ছাড়াই স্কোয়াড অনুমোদন করেছেন বিসিবি সভাপতি। এ ব্যাপারে বিসিবি সভাপতি ফারুক আহমেদের বরাত দিয়ে গণমাধ্যমটিকে জানিয়েছিল, আমরা চাইলেই অনেক কিছু করতে পারি না। সাকিব দেশে খেলতে পারে না, সে দলের সঙ্গে অনুশীলন করতে পারে না। এভাবে শুধু বিদেশে খেলা চালিয়ে যাওয়া কঠিন। এর একদিন পর শনিবার দেশের প্রথম সারির একটি দৈনিক পত্রিকার অনলাইন সংস্করণে জানানো হয়েছে ভিন্ন কথা। সাকিব যে তিনটি শর্ত দিয়েছে, তা নাকি জানে না বোর্ড কর্মকর্তারা। তার ওয়েস্ট ইন্ডিজ সিরিজের না থাকার পিছনে দেখিয়েছে অন্য কারণ। মুঠোফোনে গণমাধ্যমটিকে এক বোর্ড কর্মকর্তা বলেন, আমাদের মনে হয়েছে, নানা কারণে এ মুহূর্তে সাকিবের যে মানসিক স্থিতি, সেটি ঠিক খেলার মতো অবস্থায় নেই। ফ্র্যাঞ্চাইজি টি-টেন লিগ খেলা আর জাতীয় দলের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেলা এক জিনিস নয়। সে কারণেই আমরা মনে করেছি, সাকিবের ওয়েস্ট ইন্ডিজ সিরিজে না খেলাটাই ভালো। নির্বাচক কমিটিকে বোর্ডের এই মনোভাবের কথা জানানো হয়েছে। অথচ কয়েক দিন আগে আবুধাবি টি-টেন লিগের উদ্বোধনী অনুষ্ঠানে ওয়েস্ট সিরিজ দিয়ে মাঠে ফেরার কথা জানিয়েছিলেন সাকিব। সে জন্য নিজেকে প্রস্তুতও করেছেন বলে মন্তব্য করেন তিনি। কিন্তু দল ঘোষণার আগে বিসিবির মানসিক স্থিতির অভিযোগটা অজু হাতই বলা যায়। ক্রিকেটীয় বিবেচনায় সাকিবকে বাদ দেওয়ার কোনো কারণ না দেখলেও বোর্ডের এমন মনোভাবের কারণেই গাজী আশরাফ হোসেনের নির্বাচক কমিটি শেষ পর্যন্ত দলে রাখেনি সাকিবকে। এমনিতে দল নির্বাচনে নির্বাচক কমিটির সিদ্ধান্তে বাইরের প্রভাব থাকার কথা নয়। কিন্তু সংশ্লিষ্ট ব্যক্তিরা মনে করছেন, সাকিবের বিষয়টি ‘স্পর্শকাতর’, তাকে দলে না রাখার সিদ্ধান্ত তাই ‘নীতিনির্ধারণী’ বিষয়ের পর্যায়ে পড়ে।  সে কারণেই নির্বাচক কমিটিকে বোর্ড থেকে এ বার্তা দেওয়া হয়েছে যে তারা যেন সাকিবকে বাদ দিয়ে ওয়ানডে সিরিজের দল নির্বাচন করে। নির্বাচকেরাও সেভাবেই তা করেছেন। এখন শুধু দলটা আনুষ্ঠানিকভাবে ঘোষণা হওয়া বাকি। বিসিবির একটি সূত্র জানিয়েছে, নির্বাচকরা এরই মধ্যে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে সিরিজের দল বোর্ডে জমা দিয়েছেন। সাকিবকে দলে না রাখতে বোর্ডের নির্দেশনা থাকায় তাতে নেই সাকিবের নাম। আরটিভি/এসআর-টি
বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের খেলা
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে দ্বিতীয় টেস্টে আজ (শনিবার) মাঠে নামবে বাংলাদেশ। এ ছাড়াও টিভিতে বেশকয়েকটি গুরুত্বপূর্ণ ম্যাচ রয়েছে। ক্রিকেট ২য় নারী ওয়ানডে বাংলাদেশ–আয়ারল্যান্ড সকাল ১০টা, টি স্পোর্টস জ্যামাইকা টেস্ট–১ম দিন বাংলাদেশ–ওয়েস্ট ইন্ডিজ রাত ৯টা, নাগরিক টিভি ও টি স্পোর্টস ক্রাইস্টচার্চ টেস্ট–৩য় দিন নিউজিল্যান্ড–ইংল্যান্ড ভোর ৪টা, সনি স্পোর্টস টেন ৫ অনূর্ধ্ব–১৯ এশিয়া কাপ ভারত–পাকিস্তান সকাল ১১টা, সনি স্পোর্টস টেন ৫ ডারবান টেস্ট–৪র্থ দিন দক্ষিণ আফ্রিকা–শ্রীলঙ্কা দুপুর ১–৩০ মিনিট, স্পোর্টস ১৮–১ আবুধাবি টি–১০ লিগ বাংলা টাইগার্স–ইউপি নওয়াবস বিকেল ৩–১৫ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ নর্দার্ন ওয়ারিয়র্স–টিম আবুধাবি বিকেল ৫–৩০ মিনিট, টি স্পোর্টস ও স্টার স্পোর্টস ১ ফুটবল লা লিগা বার্সেলোনা–লাস পালমাস সন্ধ্যা ৭টা, জিএক্সআর ওয়ার্ল্ড ওয়েবসাইট জার্মান বুন্দেসলিগা ইউনিয়ন বার্লিন–লেভারকুসেন রাত ৮–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ বরুসিয়া ডর্টমুন্ড–বায়ার্ন মিউনিখ রাত ১১–৩০ মিনিট, সনি স্পোর্টস টেন ২ ইংলিশ প্রিমিয়ার লিগ ক্রিস্টাল প্যালেস–নিউক্যাসল রাত ৯টা, স্টার স্পোর্টস সিলেক্ট ১ ওয়েস্ট হাম–আর্সেনাল রাত ১১–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১ সৌদি প্রো লিগ আল শাবাব–আল হিলাল রাত ১১টা, সনি স্পোর্টস টেন ১ আরটিভি/ এসআর
আবারও রোনালদোর জোড়া গোল, সহজ জয় আল নাসরের
সাম্প্রতিক সময়ে দারুণ ছন্দে আছেন ক্রিশ্চিয়ানো রোনালদো। টানা দুই ম্যাচে জোড়া গোল করে দলকে জয় এনে দিয়েছেন এই তারকা ফুটবলার। সবশেষ পর্তুগিজ তারকার অসাধারণ নৈপুণ্যে ডামাকের বিপক্ষে ২-০ গোলে জিতেছে আল নাসর। এর আগে, এএফসি চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে আল ঘারাফার বিপক্ষে জোড়া গোল করেছিলেন তিনি। শুক্রবার (২৯ নভেম্বর) সৌদি প্রো-লিগের ম্যাচে কিংস সৌদ ইউনিভার্সিটির আল আওয়াল পার্কে ডামাকের বিপক্ষে মাঠে নেমেছিল আল নাসর। এই ম্যাচের ১৭ মিনিটে প্রথম গোল করেন রোনালদো।  ডি-বক্সের ভেতর আব্দেলকাদের বেদ্রানের ফাউল করলে তাকে হলুদ কার্ড দেখান রেফারি। পেনাল্টি থেকে গোল করতে ভুল করেননি স্বাগতিক দলের পর্তুগিজ তারকা। এরপর প্রথমার্ধে আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় আল নাসর। দ্বিতীয়ার্ধে মাঠে গোল পরিশোধ করতে মরিয়া হয়ে ওঠে ডামাক। কিন্তু ৫৬তম মিনিটে ১০ জনের দলে পরিণত হয় ডামাক। আল নাসরের দ্বিতীয় গোলটি আসে ৭৯তম মিনিটে। সতীর্থের পাসে কাছ থেকে শটে গোলটি করেন রোনালদো। জোড়া গোল করে ম্যাচের সেরা পারফর্মার নির্বাচিত হন রোনালদো। এ নিয়ে টানা ৩ ম্যাচে ম্যাচসেরা হলেন তিনি। ৩৯ বছর বয়সী তারকার গোল হলো ৯১৫টি। এই বছরে ৫০ ম্যাচে তার গোল এখন ৪২টি। ১২ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে সৌদি প্রো লিগে তৃতীয় স্থানে আছে আল নাসর। সমান ম্যাচে ৩০ পয়েন্ট নিয়ে শীর্ষে আল ইতিহাদ ও ২৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে আল হিলাল। আরটিভি/এসআর-টি
সিরিজ নিশ্চিতের ম্যাচে ফিল্ডিংয়ে বাংলাদেশ
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে আয়ারল্যান্ডকে বড় ব্যবধানের হারিয়েছিল বাংলাদেশ। সিরিজ জয়ের লক্ষ্যে দ্বিতীয় ম্যাচে আইরিশদের মুখোমুখি হয়েছে নিগার সুলতানা জ্যোতির দল।  শনিবার (৩০ নভেম্বর) সিরিজ নিশ্চিতের ম্যাচে মিরপুরে টস হেরে আগে ফিল্ডিং করবে বাংলাদেশ।  প্রথম ম্যাচ জয়ের পর দ্বিতীয় ম্যাচে ফুরফুরে মেজাজেই মাঠে নামবে বাংলাদেশ। এই ম্যাচের একাদশে কোনো পরিবর্তন আনেনি টাইগ্রেসরা। আগের ম্যাচের জয়ী একাদশেই মাঠে নামছে তারা। এই সিরিজটি টাইগ্রেসদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। আগামী বছরের ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার আশা বাঁচিয়ে রাখতে হলে আইসিসি উইমেন্স চ‌্যাম্পিয়নশিপে সেরা ছয়ে থাকতে হবে বাংলাদেশকে। এজন‌্য দ্বিপাক্ষিক সিরিজে জয় খুব জরুরী। তাই বাংলাদেশও চাইছে সবকটি ম‌্যাচ জিতে নিজেদের শ্রেষ্ঠত্ব প্রমাণ করতে।  আগামী বছরের সেপ্টেম্বর-অক্টোবরে ভারতে হবে নারী ওয়ানডে বিশ্বকাপের ত্রয়োদশ আসর। আট দলের আসরে সরাসরি জায়গা পাবে ছয় দল। স্বাগতিক ভারতের সঙ্গে আইসিসি উইমেন্স চ্যাম্পিয়নশিপের অন্য শীর্ষ পাঁচ দল সরাসরি পৌঁছে যাবে বিশ্বকাপে। বাকি দুই দল নির্ধারিত হবে বাছাইপর্ব থেকে।  উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ এখন ৯ নম্বরে আছে ১৩ পয়েন্ট নিয়ে। সিরিজ বাকি আছে আর দুটি। পরের সিরিজটি আগামী জানুয়ারিতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের মাঠে। কাজটা তাই ভীষণ কঠিন। এজন‌্য আয়ারল‌্যান্ডের বিপক্ষে ভালোভাবে সিরিজটি শেষ করতে চান জ‌্যোতি। বাংলাদেশ একাদশ: নিগার সুলতানা জ্যোতি (অধিনায়ক), নাহিদা আক্তার, ফারজানা হক পিংকি, মুর্শিদা খাতুন, শারমিন আক্তার, ফাহিমা খাতুন, সোবহানা মোস্তারি, স্বর্ণা আক্তার, রাবেয়া, সুলতানা খাতুন ও মারুফা আক্তার। আরটিভি/ এসআর