অ্যান্ড্রয়েড ফোনে বহুল ব্যবহৃত গুগলের ভূমিকম্প সতর্কতা সিস্টেম এবার আসছে স্মার্ট ঘড়িতেও। ২০২০ সালে চালু হওয়া এই জীবনরক্ষাকারী ফিচার স্মার্টফোনের সেন্সর ব্যবহার করে আগাম সতর্কবার্তা পাঠায়। এবার Wear OS স্মার্টওয়াচে এই ফিচার যুক্ত হতে চলেছে বলে গুগলের জুন ২০২৫ প্লে সার্ভিসেস আপডেট (সংস্করণ ২৫.২১)-এ ইঙ্গিত মিলেছে।
সতর্কতা আসবে ঘড়িতে
Wear OS স্মার্টঘড়িতে ভূমিকম্পের ৪.৫ মাত্রা বা তার বেশি কম্পন শনাক্ত হলে ঘড়ির স্ক্রিনে সতর্কতা, ভূমিকম্পের মাত্রা, দূরত্ব ও নিরাপত্তা নির্দেশনা দেখানো হবে। অ্যান্ড্রয়েডের মতোই এতে দুই ধরনের সতর্কবার্তা থাকবে—‘Be Aware Alert’ ও ‘Take Action Alert’।
কবে আসছে?
গুগল এখনো আনুষ্ঠানিকভাবে রোলআউট ঘোষণা না করলেও ধারণা করা হচ্ছে, এটি হয়তো Wear OS ৬-এর অংশ হিসেবে ২০২৫ সালের শেষ দিকে চালু হবে।
কেন গুরুত্বপূর্ণ?
স্মার্টফোন পাশে না থাকলেও ঘড়িতে এমন সতর্কতা পাওয়া জরুরি মুহূর্তে জীবন বাঁচাতে পারে। ঘুম, ভ্রমণ বা কর্মস্থলে তাৎক্ষণিক পদক্ষেপ নেওয়ার জন্য এটি হতে পারে গুরুত্বপূর্ণ একটি সুরক্ষা ফিচার।
আরটিভি/এসকে/এআর