টেসলা আগামী ২২ জুন থেকে জনসাধারণের জন্য স্বয়ংচালিত রোবোট্যাক্সি পরিষেবা চালু করতে পারে। তবে নিরাপত্তা নিশ্চিতে সমস্যা হলে তারিখ পরিবর্তন হতে পারে বলে জানিয়েছেন টেসলার সিইও ইলন মাস্ক। মঙ্গলবার (১০ জুন) এক্স (সাবেক টুইটার)-এ দেওয়া পোস্টে বিষয়টি নিশ্চিত করেন তিনি।
মূল তথ্যগুলো সংক্ষেপে:
- প্রথমে টেক্সাসের অস্টিনে চালু হবে।
- ১০-২০টি 'মডেল ওয়াই সাব' দিয়ে সীমিত আকারে শুরু হবে।
- গাড়িগুলো দূরবর্তী মানব তত্ত্বাবধানে চলবে।
- ২৮ জুন থেকে টেসলার গাড়ি স্বয়ংচালিতভাবে গ্রাহকের বাড়িতে পৌঁছাতে পারবে।
- সফটওয়্যারে থাকবে ফুল সেল্ফ-ড্রাইভিং (FSD) প্রযুক্তির নতুন সংস্করণ।
- ক্যালিফোর্নিয়া সহ অন্যান্য রাজ্যে ধাপে ধাপে সম্প্রসারণের পরিকল্পনা আছে।
এর আগে মাস্ক জানিয়েছিলেন, কম দামের বৈদ্যুতিক গাড়ির পরিকল্পনা থেকে সরে এসে পূর্ণ স্বয়ংচালিত গাড়িই টেসলার ভবিষ্যৎ। কোম্পানির বাজারমূল্যের বড় অংশ এখন এই প্রযুক্তির ওপর নির্ভরশীল।
তবে এমন প্রযুক্তি বাস্তবায়নে নিরাপত্তা, আইনগত বিধিনিষেধ এবং বড় অঙ্কের বিনিয়োগ—সবই বড় চ্যালেঞ্জ। অনেকেই মাস্কের পরিকল্পনা নিয়ে সংশয় প্রকাশ করছেন।
প্রাথমিকভাবে টেক্সাসের অস্টিন শহরে পরিষেবাটি চালু হবে। প্রথম ধাপে ১০-২০টি ‘মডেল ওয়াই সাব’ গাড়ি ব্যবহার করা হবে এবং এগুলো চলবে সীমিত এলাকায়, দূর থেকে মানব তত্ত্বাবধানে।
মাস্ক জানান, ২৮ জুন থেকে টেসলার গাড়িগুলো কারখানা থেকে স্বয়ংক্রিয়ভাবে সরাসরি গ্রাহকের বাড়িতে পৌঁছাতে পারবে।
সম্প্রতি মাস্ক একটি ভিডিও শেয়ার করেন, যেখানে দেখা যায় ‘রোবোট্যাক্সি’ লেখা টেসলা গাড়ি চালক ছাড়াই রাস্তায় চলাচল করছে। এতে টেসলার নতুন ‘ফুল সেল্ফ-ড্রাইভিং’ (FSD) সফটওয়্যার ব্যবহৃত হয়েছে।
তবে এখনো পরিষেবাটি কীভাবে বুকিং করা যাবে, কোন এলাকায় চালু থাকবে বা রিমোট তত্ত্বাবধান কতটা কার্যকর হবে—এসব বিষয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি। পরিষেবাটি সফল হলে ধাপে ধাপে ক্যালিফোর্নিয়াসহ অন্যান্য রাজ্যে সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে, যদিও ক্যালিফোর্নিয়ায় স্বয়ংচালিত গাড়ির নিয়ম অনেক কঠোর।
আরটিভি/এসকে/এআর