ঢাকাশুক্রবার, ০৪ জুলাই ২০২৫, ২০ আষাঢ় ১৪৩২

নতুন যে সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে

তথ্যপ্রযুক্তি ডেস্ক, আরটিভি নিউজ

শুক্রবার, ২০ জুন ২০২৫ , ০৬:০২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

বিশ্বের অন্যতম জনপ্রিয় ইনস্ট্যান্ট মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপ। এবার এই অ্যাপে যুক্ত হতে যাচ্ছে নতুন একটি ডেডিকেটেড এআই ট্যাব। যা ব্যবহারকারীদের চ্যাটিং অভিজ্ঞতা আরও মজাদার ও কার্যকর করে তুলবে। মেটা এআই পরিচালিত এই ফিচারটি দিয়ে তৈরি করা যাবে কাস্টম এআই চ্যাটবট। সেই সাথে ভাগ করা যাবে ছবি ও ডকুমেন্ট। আর মিলবে চ্যাটজিপিটির মতো লাইভ স্ক্রিন ব্যবহারের সুবিধাও। 

বিজ্ঞাপন

হোয়াটসঅ্যাপ ট্র্যাকার ওয়েবিটাইনফো জানিয়েছে, এই নতুন ফিচারটি আপাতত সীমিত সংখ্যক ব্যবহারকারীর কাছে পরীক্ষামূলকভাবে চালু করা হয়েছে। তবে চলতি বছরের মধ্যেই এটি বিশ্বব্যাপী চালু হওয়ার সম্ভাবনা রয়েছে।

কীভাবে কাজ করবে এআই ট্যাব?
- ব্যবহারকারীরা ছবি ফরওয়ার্ড করে মেটা এআই-কে প্রম্পট দিতে পারবেন।
- এআই ব্যাখ্যা করতে পারবে ছবির কনটেক্সট, বিশ্লেষণ করতে পারবে এটি আসল কি না।
- শুধু মেসেজ নয়, ডকুমেন্ট বিশ্লেষণেও সাহায্য করবে এই ট্যাব।
- প্রশ্ন জিজ্ঞাসা ও প্রয়োজনীয় সাহায্য পাওয়া যাবে মেটা এআইতে সরাসরি চ্যাট করে।

বিজ্ঞাপন

তবে গোপনীয়তার দিকেও নজর দিয়েছে মেটা। শুধুমাত্র ব্যবহারকারীর শেয়ার করা বার্তাই পড়বে মেটা এআই। সেই ডেটা শুধুমাত্র সিস্টেম উন্নয়নের জন্য ব্যবহৃত হবে, যা পরিষ্কারভাবে উল্লেখ থাকবে শর্তাবলীতেও।

এই উদ্যোগ মেটার এআই প্রযুক্তিকে সাধারণ ব্যবহারকারীদের আরও কাছাকাছি এনে দেবে বলে মনে করা হচ্ছে। পাশাপাশি গর্ক, জেমিনি বা পেইড চ্যাটজিপিটির মতো অভিজ্ঞতা এবার মিলবে ফ্রিতে, হোয়াটসঅ্যাপে।

প্রতিবেদনে আরও জানা যায়, হোয়াটসঅ্যাপের মাধ্যমে নিজেদের রিচ এবং অ্যাক্সেস বাড়াতে চাইছে মেটা এআই। আপডেট স্ক্রিনশটসহ টিপস্টার থেকে আসা একটি নোটে বলা হয়েছে যে, আপনি এখন প্রশ্ন জিজ্ঞাসা করতে বা সাহায্য পেতে মেটা এআইতে মেসেজ এবং ছবি ফরওয়ার্ড করতে পারবেন। 

বিজ্ঞাপন

আরও পড়ুন

মেটা কেবল সেই বার্তাগুলোই পড়তে পারে, যা ব্যবহারকারীরা মেটার সঙ্গে ভাগ করে নেন। যা মেসেজের মূল অংশের সঙ্গে শর্তাবলীতেও উল্লেখ করা হয়েছে। মেটা এআইতে প্রেরিত বার্তাগুলো এর সিস্টেম উন্নত করার জন্য ব্যবহার করা যেতে পারে। একটি সীমিত গ্রুপের সঙ্গে ফিচারটিকে পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে। 
 
সূত্র: টাইমস অব ইন্ডিয়া

আরটিভি/এসকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |