• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo
‘এই বয়সেই মানিক নায়ক মান্নার স্টাইলে কথা বলে ও অভিনয় করে’
শাকিব খানকে সে একদম সহ্য করতে পারে না: অপু বিশ্বাস
ঢাকাই সিনেমার দর্শকপ্রিয় অভিনেত্রী অপু বিশ্বাস। শাকিব খানের সঙ্গে জুটি বেঁধে দর্শকদের উপহার দিয়েছেন অনেক সুপার হিট সিনেমা। সিনেমা করতে করতে একসময় তাদের দুজনের প্রেম হয় এরপর বিয়ে। তাদের রয়েছে একটি সন্তানও। তবে এই নায়িকার প্রথম বয়ফ্রেন্ড কে, তা জানলে আপনিও অবাক হবেন।  দেশের একটি গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে অপু বিশ্বাস বলেন, বলিউড অভিনেতা শাহরুখ খানের প্রেমে পড়েছিলাম। আমার প্রথম বয়ফ্রেন্ড ছিল শাহরুখ খান। ঘটনাটা খুলেই বলি, ছোটবেলায় শাহরুখ খানকে খুব পছন্দ করতাম। আমার পড়ার রুমের সামনে শাহরুখ খানের  বড় পোস্টার লাগিয়ে রেখেছিলাম। কোনো এক দুর্গাপূজা উৎসব থেকে শাহরুখ খানের পোস্টারটা কিনেছিলাম আমি। আমার বান্ধবীদের তখন বলেছিলাম, এই তোরা শাহরুখ খানকে জামাইবাবু বলে ডাকবি। এখন এ ঘটনা মনে পড়লে হাসি পায় আমার। প্রসঙ্গক্রমে আরও একটি ঘটনা জানান অপু। তিনি বলেন, আমাদের পাড়ার এক কাজিনের ছেলে আমাকে খুব পছন্দ করে। ওর বয়স আড়াই বছর। ও আমাকে গার্লফ্রেন্ড ডাকে। ওর মাকে ও এভাবে বলে, ‘মা, আমি অপুকে বিয়ে করব। বিয়ের পর অপুকে চকোলেট খাওয়াব। মজার ব্যাপার হলো, ও আমার জন্য ওর ভাগের খাবারের অংশ মাঝেমধ্যে রেখে দেয়। আর শাকিব খানকে ও একদম সহ্য করতে পারে না। আমাকে প্রায়ই বলে, তুমি শাকিবের সঙ্গে কেন কথা বলো? এদিকে অপু বিশ্বাসের সঙ্গে বিচ্ছেদের পর শাকিব খান সংসার শুরু করেন নায়িকা বুবলীর সঙ্গে। তবে সেটিও শেষ পর্যন্ত টেকেনি। শোনা যাচ্ছে, এবার পরিবারের পছন্দে বিয়ে করছেন ঢাকাই সিনেমার এই নায়ক। ঢাকার পার্শ্ববর্তী জেলার একটি মেয়েকে শাকিবের বউ হিসেবে প্রাথমিকভাবে চূড়ান্ত করেছে তার পরিবার। মেয়ে যুক্তরাজ্য থেকে চিকিৎসা বিষয়ে লেখাপড়া করে দেশে ফিরেছেন। শাকিবেরও ডাক্তার মেয়ে পছন্দ। শাকিবের ওই ঘনিষ্ঠ সূত্র জানিয়েছেন, পার্শ্ববর্তী জেলাটি হলো মুন্সীগঞ্জ। এখন অবধি ২ থেকে ৩ পাত্রীকে দেখেছে শাকিবের পরিবার। এরমধ্যে মুন্সীগঞ্জের ডাক্তার মেয়েই এগিয়ে আছেন।
ওমর সানীর জন্মদিনে মিশা / ‘তোর মতো খাঁটি প্রেমিক আমি জীবনেও দেখিনি’
নারীবাদীদের নিয়ে অভিনেত্রী রিচার বিস্ফোরক মন্তব্য
নাট্যকারদের মূল্যায়নই হচ্ছে না: রাজীব মণি দাস
কাকে ইঙ্গিত করে পরীর পোস্ট?
সম্মাননা পেলেন নাসির উদ্দীন ইউসুফ
আবৃত্তি সংগঠন ‘তারুণ্যের উচ্ছ্বাস’। ২০১৭ সাল থেকে এই সংগঠনটি অভিনেতা ও আবৃত্তিশিল্পী গোলাম মুস্তাফার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ‘গোলাম মুস্তাফা স্মৃতি সম্মাননা’ প্রদান করে আসছে। দেশের সাংস্কৃতিক অঙ্গনে বিশেষ অবদানের জন্য প্রতি বছর একজন এই সম্মাননা পেয়ে আসছেন। এ বছর এই সম্মাননা পেয়েছেন বীর মুক্তিযোদ্ধা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব নাসির উদ্দীন ইউসুফ। শুক্রবার (৩ মে) রাজধানীর বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে আয়োজিত এক অনুষ্ঠানে তার হাতে এ সম্মাননা পদক তুলে দেওয়া হয়। তারুণ্যের উচ্ছ্বাসের সভাপতি ভাগ্যধন বড়ুয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, মামুনুর রশীদ, জয়ন্ত চট্টোপাধ্যায় এবং গোলাম মুস্তাফার মেয়ে অভিনয়শিল্পী সুবর্ণা মুস্তাফা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মুজাহিদুল ইসলাম।  এ সময় অতিথিরা নাসির উদ্দীন ইউসুফকে উত্তরীয় পরিয়ে দেন। একই সঙ্গে তার হাতে তুলে দেন একগুচ্ছ কবিতার বই, সম্মাননা পদক, সম্মাননা স্মারক ও সম্মাননা আর্থিক মূল্য ১০ হাজার টাকা। পাশাপাশি বীর মুক্তিযোদ্ধা হিসেবেও তাকে জাতীয় পতাকায় জড়িয়ে সম্মানিত করা হয়। অনুষ্ঠানে স্মৃতিচারণ, কথামালা ও আবৃত্তিতে অংশ নেন আবৃত্তিশিল্পী রূপা চক্রবর্তী, শিমুল মুস্তাফা, মীর বরকত, অভিনয়শিল্পী চিত্রলেখা গুহ, নির্মাতা চয়নিকা চৌধুরী, অভিনয়শিল্পী সাবেরী আলমসহ আরও অনেকে।
শ্রীলেখার সাফল্যের মুকুটে নতুন পালক
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রীলেখা মিত্র। ইন্ডাস্ট্রিতে যিনি পরিচিত স্পষ্টবাদী হিসেবেই। এবার তার সাফল্যের মুকুটে যুক্ত হলো নতুন পালক। ভারতের মানবাধিকার কাউন্সিলের জাতীয় মুখপাত্র হয়েছেন তিনি। আর খবরটি নিজেই জানিয়েছেন সোশ্যাল মিডিয়ায়।  একটি সার্টিফিকেট শেয়ার করে শ্রীলেখা তার ক্যাপশনে লিখেছেন, আমি এটা ডিজার্ভ করি। তাই প্রতিজ্ঞা করছি এই পদের সম্মান রক্ষার্থে নিজের সমস্ত দায়িত্ব নিষ্ঠার সঙ্গে পালন করব। পরে হিউম্যান রাইটস কাউন্সিল অব ইন্ডিয়া ও মাই রিলিজিয়ন অব লাভ হ্যাশট্যাগ দিয়ে শ্রীলেখা অভিজিৎ রায়কে ধন্যবাদ জানান।  এরপরই আবার তিনি লিখেছেন, অমানুষরা এবার আমার থেকে সাবধান। এমন খবর পেয়ে শ্রীলেখাকে শুভেচ্ছা জানাচ্ছেন ইন্ডাস্ট্রির দীর্ঘদিনের সহকর্মী থেকে শুরু করে ভক্ত-অনুরাগীরাও।  কলকাতার জনপ্রিয় অভিনেত্রী বিদিপ্তা চক্রবর্তী লিখেছেন, ইয়েস ইউ ডিজার্ভ ইট মাই ফ্রেন্ড। শ্রীলেখার ওই পোস্টে পারমিতা মজুমদার নামে আরেকজন লিখেছেন, কংগ্রাটস, প্রাউড অব ইউ।
অস্ট্রেলিয়ায় তাহসানের কনসার্ট
দেশ ও দেশের বাইরে নিয়মিতই কনসার্ট করেন সংগীতশিল্পী তাহসান খান। সেই ধারাবাহিকতায় এবার এই শিল্পী যাচ্ছেন অস্ট্রেলিয়া মাতাতে। সেখানে দুটি কনসার্টে অংশ নেবেন তিনি। এ নিয়ে তাহসান তার ফেসবুকে একটি ভিডিও শেয়ার করেছেন। যেখানে তাকে বলতে শোনা গেছে, ‘হ্যালো সিডনিবাসী, আমি তোমাদের শহরে আসছি। ইউনিভার্সিটি অব নিউ সাউথ ওয়েলসের এয়ার সায়েন্স থিয়েটারে আমি পারফর্ম করব। দেখা হচ্ছে সবার সঙ্গে।’ জানা গেছে, আগামী ১ জুন প্রথমে অস্ট্রেলিয়ার সিডনিতে পারফর্ম করবেন তাহসান। একক এই কনসার্টটির আয়োজন করেছে রিমেইনস অস্ট্রেলিয়া। পরে ২ জুন তিনি মেলবোর্নে এবিসিএক্স-এর আয়োজনে উইলিয়ামস টাউন হলে আরও একটি কনসার্টে অংশ নেবেন। প্রসঙ্গত, গেল ঈদে প্রচারিত ম্যাগাজিন অনুষ্ঠান ইত্যাদির একটি গানে তাহসানকে দেখা গেছে। যাতে তার সঙ্গে দ্বৈত কণ্ঠ দিয়েছেন অভিনেত্রী তাসনিয়া ফারিণ। গানটি ব্যাপক সাড়া ফেলেছে।
ফারিণের ‘ফাতিমা’ মুক্তির তারিখ ঘোষণা
সময়টা ২০১৭ সাল। তাসনিয়া ফারিণের ক্যারিয়ারের শুরুর দিকের ঘটনা। তখনই ‘দাহকাল’ নামে একটি সিনেমায় নাম লেখান এই অভিনেত্রী। পরে ধ্রুব হাসান পরিচালিত এই সিনেমার শুটিং নানা কারণে বন্ধ হয়ে যায়। কয়েক বছর পর ফের কাজ শুরু হয়। নামেও আনা হয় পরিবর্তন। রাখা হয় ‘ফাতিমা’। শুটিং শেষ হয়ে সিনেমাটি এখন মুক্তির পথে। আগামী ২৪ মে এটি প্রেক্ষাগৃহে মুক্তি পেতে যাচ্ছে।  বিষয়টি নিয়ে গণমাধ্যমকে ফারিণ বলেন, ক্যারিয়ারে এটাই আমার প্রথম সিনেমা। খুব সুন্দরভাবেই এর শুটিং হচ্ছিলো। হঠাৎ মাঝপথে কাজ বন্ধ হয়ে যায়। আমিও ব্যস্ত হয়ে যাই নাটকের কাজে। এর প্রায় ৬ বছর পর পরিচালক ধ্রুব হাসান ভাই ফোন করে বললেন, তিনি আবার সিনেমাটার কাজ শুরু করতে চান। শুনে একটু অবাক হয়েছিলাম। তবে বিশ্বাস ছিল তার ওপর।  তিনি আরও বলেন, ফাইনালি সিনেমার কাজ খুব ভালোভাবে শেষ হলো। দেশের বাইরে কয়েকটি চলচ্চিত্র উৎসব ঘুরেও আসলো। তার মধ্যে ইরানের ফজর উৎসবে আমি গিয়েছিলাম। সেখানে সেরা অভিনেত্রীর পুরস্কারও পেলাম। এখন ছবিটি প্রেক্ষাগৃহে দেখার অপেক্ষায় আছি। জীবনের প্রথম সিনেমা নিয়ে ভীষণ উচ্ছ্বসিত ফারিণ। ফেসবুকে সিনেমার পোস্টার শেয়ার করে লিখেছেন, ‘আসছে দুই সময়ের দুই সংগ্রামের আখ্যান ‘ফাতিমা’। দেখুন আগামী ২৪ মে থেকে আপনার কাছের সিনেমা হলে।’ ‘ফাতিমা’ সিনেমায় চমক হিসেবে থাকছেন জনপ্রিয় গায়ক পান্থ কানাই। প্রথমবারের মতো পর্দায় অভিনয় করেছেন তিনি। ফারিণ-পান্থ কানাই ছাড়াও এই সিনেমায় অভিনয় করেছেন ইয়াশ রোহান, মানস বন্দ্যোপাধ্যায়, সুমিত সেনগুপ্ত, আয়শা মনিকাসহ অনেকেই। অতিথি শিল্পী হিসেবে যুক্ত হয়েছেন এ বি এম সুমন, তারিক আনাম খান, শাহেদ আলী, শতাব্দী ওয়াদুদ ও শাকিল আহমেদ।
টাইটানিক সিনেমার অভিনেতা বার্নার্ড হিল আর নেই
হলিউডের ব্যবসাসফল ও দর্শকনন্দিত সিনেমা টাইটানিক খ্যাত অভিনেতা বার্নার্ড হিল আর নেই। রোববার (৫ মে) ভোরে ৭৯ বছর বয়সে তিনি মারা যান।  টাইটানিক ছাড়াও এই গুণী অভিনেতা লর্ড অব দ্য রিংস সিনেমায় অভিনয় করে খ্যাতি পেয়েছিলেন। তার মৃত্যুর খবর বিবিসিকে নিশ্চিত করেছেন অভিনেতার প্রতিনিধি লু কুলসন। তিনি জানান, রোববার ভোরে অভিনেতা বার্নার্ড হিল মারা যান। আর এ খবর ছড়িয়ে পড়ার পর থেকে তার প্রতি শ্রদ্ধা জানানো হচ্ছে। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স হ্যান্ডেলে স্কটিশ সংগীতশিল্পী বারবারা ডিকসন লিখেছেন, বার্নার্ড হিল অসাধারণ একজন অভিনেতা ছিলেন। তার সঙ্গে পথচলা সত্যি অন্যরকম ছিল। শান্তিতে থাকুন বেনি। সবশেষ বিবিসি প্রযোজিত দ্য রেসপন্ডার নামে একটি নাটকের মাধ্যমে বার্নার্ড হিলের টিভি পর্দায় ফেরার কথা ছিল। কাকতালীয়ভাবে ওই নাটকটি রোববার থেকে সম্প্রচার শুরু হয়। এতে তার সঙ্গে আরও অভিনয় করেছেন মার্টিন ফ্রিম্যান নামে খ্যাতনামা অভিনেতা।  
আরটিভিতে আজ যা দেখবেন
সোমবার, ৬ মে ২০২৪, ২৩ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা  ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০ মিনিটে  বাংলা ছায়াছবি ‘মিস ডায়না’। অভিনয় করেছেন ফেরদৌস, মৌসুমী প্রমুখ। বিকাল ৫টায় শিশুতোষ অনুষ্ঠান- সিসিমপুর। সন্ধ্যা ৬টা ৫মিনিটে লাইভ ইসলামী আলোচনা অনুষ্ঠান - ‘প্রশ্ন করুন’। প্রযোজনা- এম শামসুদ্দিন মিঠু। সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’। রাত ৮টায় নির্বাচিত নাটক। রাত ৯ টা ২০ মিনিটে ধারাবাহিক নাটক ‘ট্রাফিক সিগনাল’।  পরিচালক- ইকবাল মাহমুদ বাবুল।  অভিনয় করেছেন- আখম হাসান, সাইদ বাবু, হোমায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণরায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০ টায় শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনায়: সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, অলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লাহ রানা, মিলন ভট্টাচার্য্য, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমু রোজা খন্দকার, তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০ টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১ টা ২০ মিনিটে টকশো ‘কেমন বাংলাদেশ চাই’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।
আপাতত আমাকে আর একটু তৈরি হওয়ার সুযোগ দিন : অমি
দেশের নাট্যাঙ্গনে আলোচিত নাম কাজল আরেফিন অমি। এক ‘ব্যাচেলর পয়েন্ট’ ধারাবাহিক দিয়ে দর্শকের কাছে জনপ্রিয় হয়ে উঠেছেন তিনি। শুধু ‘ব্যাচেলর পয়েন্ট’ নয়, নির্মাণ করেছেন একাধিক একক নাটক, ড্রামা সিরিজ ও ওয়েব সিরিজ। এবার ঈদেও আছে তার পরিচালিত ‘ফিমেল ৪’।  অমি জানিয়েছেন, ব্যাটারির গলিতে এবার বড়সড় গ্যাঞ্জাম হবে। আর সেই গ্যাঞ্জাম দেখার জন্য অপেক্ষার প্রহর যেন কাটছে না অমি অনুরাগীদের। তা প্রকাশ পাচ্ছে সামাজিকমাধ্যমে। নির্মাতা নিজের সোশ্যাল হ্যান্ডেলে কিছু পোস্ট করলে সেখানেও হুড়মুড়িয়ে পড়ছেন সবাই। এবার অনুসারীদের উদ্দেশে একটি পোস্ট দিলেন অমি। রোববার (৫ মে) নিজের ফেসবুকে অমি লিখেছেন, আমি আসলে সিনেমা বানানোর স্বপ্ন নিয়ে মিডিয়ায় কাজ শুরু করি। সেই স্বপ্নের সিঁড়ি হিসেবে ২০১০ সালে ইফতেখার আহমেদ ফাহমি ভাইয়ের হাত ধরে পথ চলা শুরু। ২০১৪ সালে প্রথম নিজে ডিরেকশন দেই। ২০১৬ সাল থেকে টিভিতে রেগুলার কাজ শুরু করি। তারপর ২০১৮-১৯ হতে নিয়মিত হই ইউটিউবে। ২০২২-২৩ হতে ওটিটিতে  কাজ শুরু করি। এখন ওটিটিতে নিয়মিত বলতে পারেন। তিনি আরও লিখেছেন, আমি চাই সিনেমা বানাতে, সেটার জন্য প্রতিনিয়ত নিজেকে প্রস্তুত করছি, শিখছি, ভুল করছি, আবার নিজেকে সংশোধন করছি। এখন আমার কাজ ওটিটিতে টাকা দিয়ে দেখতে হয়। নতুন প্ল্যাটফর্ম, নতুন নিয়ম। আপনারা যদি টাকা দিয়ে ভালো কাজ দেখেন তাহলে আমাদের দেশে ভালো কাজের সংখ্যা আরও বেড়ে যাবে। নির্মাতারা বড় পরিসরে কাজ করার সাহস পাবে।  অমির কথায়, যে কাজটি আপনার ভালো লাগবে সেটি চিৎকার দিয়ে জানান। তাতে ওই কাজের সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ অনুপ্রাণিত হবে। আপনারা যারা আমাকে এত ভালোবাসা দিয়েছেন, আমি বিশ্বাস করি আমার সিনেমা হলে গিয়ে আপনারা অবশ্যই দেখবেন, চিৎকার করবেন। আপাতত আমাকে আর একটু তৈরি হওয়ার সুযোগ দিন, সাহস দিন, ভালোবাসা দিয়ে পাশে থাকুন, সব সময় যেমনটা থাকেন। "ফিমেল ৪" আসছে বঙ্গ ওটিটিতে। হোটেল রিল্যাক্স, দুঃখিত, অসময় এর চেয়ে ব্যাপক সাড়া প্রত্যাশা করছি আপনাদের কাছে।  সবশেষে এ নির্মাতা লিখেছেন, আমার বিশ্বাস বরাবরের মতোই আপনারা পাশে থাকবেন। আপনাদের ভালোবাসা দিয়ে ওটিটিতে আরও একটি নতুন রেকর্ড গড়তে চাই। মনে রাখবেন, আমার প্রতিটি পোস্ট এর নিচে সর্বোচ্চ কমেন্টস থাকে যা নিয়ে সেটি অবশ্যই আমার চোখে পড়ে এবং আমি আরও নিখুঁতভাবে তৈরি হচ্ছি।