• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
শনিবার, ১৮ মে ২০২৪, ৪ জ্যৈষ্ঠ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘সেরা নায়ক’। অভিনয় করেছেন- শাকিব খান, অপু বিশ্বাস প্রমুখ।  রাত ৮টায় শনিবারের বিশেষ নাটক- ‘অবসেশন’। অভিনয় করেছেন- জোভান, নিশাত প্রিয়ম প্রমুখ। রাত ৯টা ২০মিনিটে ধারাবাহিক নাটক- শুক্র, শনি ও রবিবার- ‘ট্রাফিক সিগনাল’।   পরিচালনা- ইকবাল মাহমুদ বাবুল।  অভিনয় করেছেন- আখম হাসান, সাইদ বাবু, হোমায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণরায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০ টায় ধারাবাহিক নাটক প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ‘চিটার এন্ড জেন্টেলম্যান’।  রচনা ও পরিচালনায়- সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমো রোজা খন্দকার ও তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১টা ২৫মিনিটে ‘এই মুহূর্তে বাংলাদেশ’। রাত ১২টা ১৫মিনিটে টকশো ‘মনের কথা’। রাত ১টা ‘মধ্যরাতের সংবাদ’।   
আরটিভিতে আজ যা দেখবেন
তবে কি বিয়ের পিঁড়িতে বসছেন জায়েদ খান
আরটিভিতে আজ যা দেখবেন
আরটিভিতে আজ যা দেখবেন
ও আমার মুখ দেখেই সব বুঝতে পারে: জোভানের মা 
ছোট পর্দার জনপ্রিয় মুখ ফারহান আহমেদ জোভান। তার কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তার মা মিসেস সোহেলী আহমেদ পেয়েছেন ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৪’। রোববার (১২ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে আরটিভির পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে সোহেলী আহমেদ বলেন, পৃথিবীর সব বাবা-মা নিজেদের অক্লান্ত পরিশ্রম দিয়ে সন্তানদের বড় করে তোলেন। তারপর সেই সন্তানরা যখন সমাজে ও জীবনে সফলতা অর্জন করে, তখন সেই বাবা-মায়ের চেয়ে আর কেউ বেশি খুশি হয় না। আজকে আমি গর্বিত ছেলে জোভানের জন্য। আমি তার মা, আই অ্যাম ব্লেসড।  তিনি আরও বলেন, মা হিসেবে কখনও কিছু ওর কাছে চাইতে হয়নি। ও আমার মুখ দেখেই সব বুঝতে পারে, মায়ের কী দরকার। বাবা-মা সবার জন্য ও খুব কেয়ারিং।   সোহেলী আহমেদ বলেন, আমাকে স্বপ্নজয়ী মা সম্মাননা দেওয়ার জন্য আরটিভিকে ধন্যবাদ।  মায়ের সম্মাননা প্রাপ্তি নিয়ে জোভান বলেন, ইটস এ ব্লেসিং। আরটিভিকে ডেফিনিটলি অনেক অনেক ধন্যবাদ এত সুন্দর একটা অ্যাওয়ার্ড অর্গানাইজ করার জন্য এবং আমার মাকে সম্মানিত করার জন্য। 
আরটিভিতে আজ যা দেখবেন
মঙ্গলবার, ১৪ মে ২০২৪, ৩১ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  সকাল ১০টা ১০মিনিটে ‘পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি’। বিকেল ৫টা ৩০মিনিটে অটিজম বিষয়ক অনুষ্ঠান ‘হাত বাড়িয়ে দিলাম’। গ্রন্থণা, উপস্থাপনা ও পরিচালনা- সৈয়দা মুনিরা ইসলাম।  সন্ধ্যা ৬টা ৫মিনিটে লাইভ ইসলামী আলোচনা অনুষ্ঠান ‘প্রশ্ন করুন’।  সন্ধ্যা ৬টা ৪৫মিনিটে ‘সন্ধ্যার সংবাদ’।  রাত ৭টা ৫মিনিটে ‘নির্বাচিত নাটক’।  রাত ৮টায় ‘বিশেষ নাটক’।  রাত ৯টা ২০মিনিটে প্রতি সোম, মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক  ‘গোলমাল’।  পরিচালনা- কায়সার আহমেদ ও আল হাজেন।   অভিনয় করেছেন- আনিসুর রহমান মিলন, শ্যামল মাওলা, রওনক হাসান, নাদিয়া আহমেদ, সালহা খানম নাদিয়া, প্রাণ রায়, মুনিরা ইউসুফ মেমী, আজিজুল হাকিম প্রমুখ।   রাত ১০টায় প্রতি মঙ্গল, বুধ ও বৃহস্পতিবার ধারাবাহিক নাটক- ‘বাহানা’।    রচনা- মাসুদ হাসান উজ্জ্বল ও পরিচালনা- ফরিদুল হাসান।  অভিনয় করেছেন- সালাহউদ্দিন লাভলু, নাদিয়া আহমেদ, আখম হাসান, সাজু খাদেম, তাহমিনা সুলতানা মৌ, জামিল হোসেন প্রমুখ। রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২০মিনিটে লাইভ ‘গণতন্ত্র সংলাপ’।  রাত ১২টা ১৫মিনিটে লাইভ ‘উন্নয়নে বাংলাদেশ’। রাত ১টায় ‘মধ্যরাতের সংবাদ’।    
মেয়ের সাফল্যে কাঁদলেন সাফা কবিরের মা
অভিনেত্রী সাফা কবির। নাটক, বিজ্ঞাপন, ওয়েব সিরিজ তিন মাধ্যমেই সমান জনপ্রিয় তিনি। তার কাজের স্বীকৃতিস্বরূপ সম্প্রতি তার মা মিসেস জেসমিন কবির পেয়েছেন ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৪’।  রোববার (১২ মে) বিশ্ব মা দিবস উপলক্ষে আরটিভির পক্ষ থেকে তাকে এই সম্মাননা দেওয়া হয়। এ সময় তাৎক্ষণিক প্রতিক্রিয়া জানাতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন জেসমিন কবির। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, মা দিবস উপলক্ষে এই সম্মাননা পেয়ে অনেক ভালো লাগছে। এখানে এসে অনেকের সঙ্গে পরিচয় হলো। আমি দোয়া করি, আমার মেয়ে যেন সামনে আরও ভালো কাজ করতে পারে। এগিয়ে যেতে পারে।  মায়ের সম্মাননা প্রাপ্তি নিয়ে সাফা কবির বলেন, আজকের দিনটা কতটুকু স্পেশাল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। স্পেশালি থ্যাংকস টু আরটিভি এই দিনটাকে আরও অনেক বেশি স্পেশাল করে তোলার জন্য। তিনি আরও বলেন, আমার মা যে স্বপ্নজয়ী সম্মাননা পেয়েছে এটা আসলে আমি কখনও ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কেমন লাগছে। আজকে আমি যা হয়েছি বা এখানে এই মঞ্চে দাঁড়িয়ে আছি সেটার সম্পূর্ণ ক্রেডিট আমার মায়ের। শুধু মায়ের কথা বললেই হবে না, একই সঙ্গে আমার বাবারও। কারণ, আমি তাদের একমাত্র সন্তান। তারা কখনই তাদের স্বপ্ন আমার ওপরে চাপিয়ে না দিয়ে বরং সবসময় স্বাধীনতা দিয়েছে যাতে আমার ইচ্ছে-শখ এবং স্বপ্ন পূরণ করতে পারি। এজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ। সাফা এ সময় আরও বলেন, আপনারা সবাই আমার ও আমার মায়ের জন্য দোয়া করবেন।
‘আজকে আমি যা হয়েছি সব ক্রেডিট মায়ের’
বিশ্ব মা দিবস উপলক্ষে আরটিভি দ্বিতীয় বারের মতো আয়োজন করে ‘আরটিভি স্বপ্নজয়ী মা সম্মাননা ২০২৪’। সেখানে সম্মাননা পেয়েছেন ছোট পর্দার জনপ্রিয় মুখ সাফা কবিরের মা মিসেস জেসমিন কবির। বিষয়টি নিয়ে দারুণ উচ্ছ্বসিত এ অভিনেত্রী। নিজের প্রতিক্রিয়া জানাতে গিয়ে সাফা কবির আরটিভিকে বলেন, আজকের দিনটা কতটুকু স্পেশাল তা ভাষায় প্রকাশ করার মতো নয়। স্পেশালি থ্যাংকস টু আরটিভি এই দিনটাকে আরও অনেক বেশি স্পেশাল করে তোলার জন্য।  তিনি আরও বলেন, আমার মা যে স্বপ্নজয়ী সম্মাননা পেয়েছে এটা আসলে আমি কখনও ভাষায় প্রকাশ করতে পারবো না আমার কেমন লাগছে। আজকে আমি যা হয়েছি বা এখানে এই মঞ্চে দাঁড়িয়ে আছি সেটার সম্পূর্ণ ক্রেডিট আমার মায়ের। শুধু মায়ের কথা বললেই হবে না, একইসঙ্গে আমার বাবারও। কারণ, আমি তাদের একমাত্র সন্তান। তারা কখনই তাদের স্বপ্ন আমার ওপরে চাপিয়ে না দিয়ে বরং সবসময় স্বাধীনতা দিয়েছে যাতে আমার ইচ্ছে-শখ এবং স্বপ্ন পূরণ করতে পারি। এজন্য আমি তাদের কাছে চিরকৃতজ্ঞ।  সাফা এ সময় আরও বলেন, আপনারা সবাই আমার ও আমার মায়ের জন্য দোয়া করবেন। 
আরটিভিতে আজ যা দেখবেন
শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় লাইভ টকশো ‘আজ পত্রিকায়’।  সকাল ৯টা ৪৫মিনিটে ‘সকালের সংবাদ’।  দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি ‘দ্য স্পীড’। অভিনয় করেছেন- অনন্ত জলিল, ববি প্রমুখ।  রাত ৮টায় শনিবারের বিশেষ নাটক ‘অবসেশন’।  অভিনয় করেছেন- জোভান, নিশাত প্রিয়ম প্রমুখ। রাত ৯টা ২০মিনিটে শুক্র, শনি ও রবিবার ধারাবাহিক নাটক- ‘ট্রাফিক সিগনাল’।  পরিচালক- ইকবাল মাহমুদ বাবুল।  অভিনয় করেছেন- আখম হাসান, সাইদ বাবু, মোহায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণরায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০টায় প্রতি শুক্র, শনি, রবি, সোমবার ধারাবাহিক নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান’।  রচনা ও পরিচালনায়- সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন- মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা বিনতে ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডা. এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, ওলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আল মনসুর, আব্দুল্লা রানা, মিলন ভট্ট, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, মতিউর রহমান, সিরাজুল ইসলাম, শেখ মাহবুবুর রহমান, অনামিকা, সিলভি, হায়দার কবির মিথুন, রিমো রোজা খন্দকার ও তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০টা ৪৫মিনিটে ‘রাতের সংবাদ’।  রাত ১১টা ২৫মিনিটে ‘এই মুহূর্তে বাংলাদেশ’।  রাত ১২টা ১৫মিনিটে টকশো ‘মনের কথা’।  রাত ১টা ‘মধ্যরাতের সংবাদ’। 
আরটিভিতে আজ যা দেখবেন
শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১। একনজরে জেনে নিন আরটিভির আজকের আয়োজন— সকাল ৯টায় লাইভ টকশো  ‘আজ পত্রিকায়’। সকাল ৯টা  ৪৫ মিনিটে ‘সকালের সংবাদ’। সকাল ১১টা  ২ মিনিটে ঢাকা আই কেয়ার হসপিটাল সুস্থ চোখ স্বচ্ছ দৃষ্টি। প্রযোজনা- এম শামসুদ্দিন মিঠু। সকাল ১১টা  ৩০ মিনিটে সরাসরি অনুষ্ঠান: সুস্থ্য থাকুন। প্রযোজনা- এম শামসুদ্দিন মিঠু। দুপুর ২টা ১০মিনিটে বাংলা ছায়াছবি  ‘মাই নেম ইজ সুলতান’। অভিনয় করেছেন শাকিব খান, সাহারা প্রমুখ। বিকেল ৫ টা ৩০ মিনিটে নাটক ‘জ্যাকসন বিল্লাল’। অভিনয় করেছেন সিয়াম আহমেদ, উর্মিলা শ্রাবন্তী কর প্রমুখ। রাত ৮টায়  শুক্রবারের বিশেষ নাটক ‘মনবদল’। অভিনয় করেছেন আফরান নিশো, মেহজাবীন চৌধুরী প্রমুখ। রাত ৯ টা ২০ মিনিটে শুক্র, শনি ও রবিবারের ধারাবাহিক নাটক ‘ট্রাফিক সিগনাল’। পরিচালক: ইকবাল মাহমুদ বাবুল।  অভিনয় করেছেন- আখম হাসান, সাইদ বাবু, হোমায়রা হিমু, নাফিজা, শিরিন আলম, প্রাণ রায়, আমিরুল হক চৌধুরী, চিত্রলেখা গুহ প্রমুখ। রাত ১০ টায় শুক্র, শনি, রবি ও সোমবারের ধারাবাহিক নাটক ‘চিটার এন্ড জেন্টেলম্যান’। রচনা ও পরিচালনায়: সঞ্জিত সরকার।  অভিনয় করেছেন মীর সাব্বির, নাদিয়া আহমেদ, আখম হাসান, উর্মিলা শ্রাবন্তি কর, সাজু খাদেম, নাবিলা ইসলাম, আরফান আহমেদ, প্রাণ রায়, আইরিন তানি, ডাঃ এজাজ, তাহমিনা সুলতানা মৌ, ফারুক আহম্মেদ, অলিউল হক রুমি, রিমি করিম, শ্যামল জাকারিয়া, তারেক স্বপন, আব্দুল্লাহ রানা, মিলন ভট্টাচার্য্য, হোসনে আরা পুতুল, শফিক খান দিলু, বিনয় ভদ্র, মিলি বাসার, আমিন আজাদ, পারভেজ আক্তার, অনামিকা, সিলভি, তন্ময় সোহেল প্রমুখ।  রাত ১০ টা ৪৫ মিনিটে ‘রাতের সংবাদ’। রাত ১১ টা ২৫ মিনিটে টকশো ‘এই মুহূর্তের বাংলাদেশ’।  রাত ১২টায় নিউজ টপ টেন। 
নিলয়-মাহির ‘সাকসেস পার্টি’
বাংলা নাটকের দুই জনপ্রিয় মুখ নিলয় আলমগীর ও সামিরা খান মাহি। একসঙ্গে জুটি বেঁধে এই দুই তারকা কাজ করেছেন বেশ কিছু নাটকে। এবার এই দর্শকপ্রিয় মুখ ফের নতুন করে জুটি বেঁধে অভিনয় করলেন ‘সাকসেস পার্টি’ শিরোনামের নাটকে। নতুন এই নাটকটি পরিচালনা করেছেন শাহনেওয়াজ সজীব।  নাটটির গল্পে দেখা যাবে, অমির বয়স ৩২ থেকে ৩৫। সে খুব সহজ-সরল ভীতু টাইপের মানুষ। সমাজের আর দশটা মানুষের মতো কেবল নিজের সুখ-শান্তি বিলাসিতা নিয়েই থাকে। চারপাশে কী ঘটছে, কী হচ্ছে, তাতে তার কিছু যায় আসে না। পাশের বাসার মৌলী নামের একটি মেয়ে তাকে খুব পছন্দ করে। মেয়েটা বিভিন্নভাবে বিষয়টি দৃষ্টিগোচরেও আনে কিন্তু অমি সবসময় মৌলীর ভয়ে তটস্থ থাকে।  মাহি খুবই স্মার্ট ও টমবয় টাইপের। স্কুটি তার নিত্যসঙ্গী। যেখানে কোনো অন্যায়, সেখানেই মাহিকে দেখা যায়। এক আচার বিক্রেতাকে আচার দেওয়ার সময় গায়ে পড়াতে থাপ্পড় মারে এক ছেলে। মাহি দেখে ওই ছেলেকে তার প্রেমিকার সামনে শাস্তি দেয়। আবার মাহি স্কুটি চালিয়ে যাওয়ার সময় কিছু ছেলে ইভটিজিং করে। মাহি স্কুটি থামিয়ে তাদেরকেও শাস্তি দেয়। সব কিছু অমি দেখে। অমি মাহিকে দেখে পছন্দ করে ফেলে। অমি ভীতু, তাই কল্পনা করে ও মাহিকে প্রেমের প্রস্তাব দিলে মাহি অমিকেও শাস্তি দেয়। তাই অমি ভয়ে কখনো মাহিকে মনের কথা বলতে পারে না। অমির বোন স্নিগ্ধার সাহসে অমি সিদ্ধান্ত নেয় মাহির মুখোমুখি হবে। অনেক নাটকীয়তার পর একসময় অমি মাহির মুখোমুখি হয়। তখন মাহি তাকে বলে দেয়  প্রথমে ভালো বন্ধু হতে হবে সাথে সচেতন, প্রতিবাদী ও সাহসী মানুষ হতে হবে। সাহসের কিছু পরীক্ষা দিতে তাতে সফল হলেই কেবল অমির প্রস্তাবে রাজি হবে। সো মাহি যেখানে যেতে বলবে, যা যা করতে বলবে অমিকে করতে তাই করতে হবে। অমি রাজি হয়। আর এভাবেই এগিয়ে যায় নাটকের গল্প।  ‘সাকসেস পার্টি’ নিয়ে নির্মাতা শাহনেওয়াজ সজীব বলেন, নিলয়-মাহি রসায়ন দর্শক বেশ পছন্দ করে। এই জুটির নতুন নাটক ‘সাকসেস পার্টি’ রোমান্টিক ও কমেডি ধাঁচের। আশা করি দর্শক বেশ উপভোগ করবে নতুন এই কাজটি। নাতকটিতে নিলয়-মাহি ছাড়াও আরও অভিনয় করেছেন, দিলারা জামান, আশরাফুল সোহাগ, জিদান সরকার, এস আর মজুমদার নাহিদ, মৌমতিা সহ আরও অনেকে। ঈদে আরটিভিতে মুক্তি পাওয়া ‘সাকসেস পার্টি’ নাটকটি বৃহস্পতিবার (৯ মে) আরটিভি ড্রামা ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।