• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo
স্ত্রীর মৃত্যু, শোক সইতে না পেরে স্বামীর আত্মহত্যা
ছেলের সাফল্যে গর্বিত বাবা প্রসেনজিৎ
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়ে তিনি সফল। এখনও পর্দায় দাপট রয়েছে তার। এদিকে বাবার মতোই জীবনের প্রথম সাফল্য অর্জন করলেন অভিনেতার ছেলে তৃষাণজিৎ চট্টোপাধ্যায়।   ইউরোপে স্কুলজীবন কেটেছে তার। এরপর দেশে ফিরে দক্ষিণ ভারতের নামী প্রতিষ্ঠানে পড়াশোনা করছিলেন তৃষাণজিৎ। মাঝে মধ্যেই বাবার সঙ্গে বিভিন্ন পার্টিতে দেখা যায় তাকে। এবার স্নাতক হলেন তিনি। ছেলের সাফল্যে গর্বিত বাবা প্রসেনজিৎ। সামাজিক যোগাযোগমাধ্যমে সুখবরটি নিজেই দিলেন তিনি। শুধু তাই নয়, ছেলের স্নাতকের প্রশংসাপত্র পাওয়ার ভিডিও শেয়ার করেন প্রসেনজিৎ। ক্যাপশনে অভিনেতা লিখেছেন, ‘আজ নিজেকে গর্বিত বাবা মনে হচ্ছে। কারণ, আমার ছেলে মিশুক স্নাতক হলো। ওর জীবনের এমন এক মুহূর্তের সাক্ষী থাকতে পেরে গর্বিত। অনেক শুভেচ্ছা। ভবিষ্যতে আরও সাফল্য পাও।’ ওই ভিডিওতে বেশ খোশমেজাজে বন্ধুদের সঙ্গে দেখা যায় তৃষাণজিৎকে। নাম ঘোষণা হতেই মঞ্চের দিকে এগিয়ে যান তিনি। তারপর হাতে নেন গ্র্যাজুয়েশনের সার্টিফিকেট। এদিকে পোস্টে প্রসেনজিতের ছেলেকে শুভেচ্ছা জানিয়েছেন টলিউডের অনেক তারকাই। বাবার মতোই ভীষণ হ্যান্ডসাম তৃষাণজিৎ। ফুটবলই ছিল তৃষাণজিতের ধ্যান আর জ্ঞান। তবে প্রথমে অভিনয়ে আসার ইচ্ছে না থাকলেও পরে মত পাল্টেছেন তিনি। বিদেশে পড়াকালীনই নাটকে অভিনয় করেছেন তৃষাণজিৎ। মাঝে শোনা গিয়েছিল, বড়পর্দায় দেখা যেতে পারে তৃষাণজিতকে। তবে সে বিষয়ে প্রসেনজিৎ বা তৃষাণজিতের পক্ষ থেকে কোনো কিছু জানানো হয়নি। এ ছাড়া কিছুদিন আগেই তৃষাণজিতের প্রেম নিয়েও টালি ইন্ডাস্ট্রিতে জোরদার চর্চা শুরু হয়। মূলত তার সঙ্গে এক বান্ধবীকে দেখা যাওয়ার পর থেকেই শুরু হয় এই চর্চা। যদিও তৃষাণজিৎ নিজে কখনও এই বিষয়ে মুখ খোলেননি।   
‘আমাকে দুই টুকরো করে দিলে ভালো হয়’
নেট দুনিয়ায় উষ্ণতা ছড়াচ্ছেন মধুমিতা
সৃজিতের নতুন সিনেমায় তারার মেলা
মায়ের হাতে ‘রত্নগর্ভা’ পুরস্কার, আপ্লুত মিমি
বলিউডে পা রাখছেন মধুমিতা
টালিউডে ইতোমধ্যেই নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন মধুমিতা সরকার। তবে শুধু পশ্চিমবঙ্গেই নিজেকে আটকে রাখতে চান না ‘বোঝে না সে বোঝে না’ খ্যাত এই অভিনেত্রী। নিজ গণ্ডির বাইরেও অভিনয়ের দ্যুতি ছড়াতে চান তিনি। সেই ধারাবাহিকতায় এবার বলিউডে পা রাখছেন মধুমিতা। শুধু বলিউড নয়, দক্ষিণী ইন্ডাস্ট্রির আকাশেও উড়ার ইচ্ছে রয়েছে তার।  ভারতীয় গণমাধ্যমের তথ্য অনুযায়ী, বলিউডের একটি সিনেমার জন্য মনোনীত হয়েছেন মধুমিতা। ইতোমধ্যে সিনেমাটির জন্য অডিশন পর্ব শেষ। এবার প্রস্তুতির পালা শুরু। মুম্বাইতে গিয়ে সিনেমাটির জন্য ওয়ার্কশপ করার পাশাপাশি ভাষার প্রশিক্ষণও নেবেন তিনি।   জানা গেছে, সিনেমার ছাড়াও একটি হিন্দি ওয়েব সিরিজের জন্যও প্রাথমিকভাবে মনোনীত হয়েছেন মধুমিতা। তবে সেই কাজ অভিনেত্রী পাচ্ছেন কিনা সেটা নির্ভর করবে অডিশনের ওপর। ফলে বোঝাই যাচ্ছে মুম্বাইতে পুরোদমে কাজ নিয়েই যাচ্ছেন তিনি। এ প্রসঙ্গে মধুমিতা বলেন, আগে থেকেই বলিউডে কাজ করার ইচ্ছে ছিল আমার। কিন্তু কখনও নিজে থেকে মুম্বাইতে গিয়ে কাজের চেষ্টা করিনি। আমার সিনেমা 'চিনি'-এর একটি রিল ভাইরাল হয়েছিল। মূলত সেটাই পরিচালক দেখে আমার সঙ্গে যোগাযোগ করেন।   অভিনেত্রী আরও বলেন, আমি যে ভাষার কাজ দেখি সেখানে কাজ করার ইচ্ছে আমার আছে। অন্য ভাষায় কাজ করা অবশ্যই একটা চ্যালেঞ্জের ব্যাপার। আর বর্তমানে ক্যারিয়ারে যে পর্যায় দাঁড়িয়ে আছি তাতে এই চ্যালেঞ্জ আমার ভালো লেগেছে।  মধুমিতার ভাষ্য, বলিউডে কাজ করলেও বাংলা সিনেমা ছেড়ে দিচ্ছেন বিষয়টা এমন নয়। এই কথাটা বললে তাতে অনেকটা দায়িত্ব ঔদ্ধত্য থাকে। আর অভিনেত্রী কখনই সেরকম কিছু বলবেন না।  সূত্র : হিন্দুস্তান টাইমস   
ছেড়ে চলে যাওয়ায় প্রেমিকাকে যে জবাব দিয়েছিলেন মিঠুন
পশ্চিমবঙ্গের জনপ্রিয় অভিনেতা মিঠুন চক্রবর্তী। ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন তিনি। এখনও দাপটের সঙ্গে পর্দায় দেখা মেলে তার। শুধু টালিউডে নয়, বলিউড-ঢালিউডেও কাজ করে জনপ্রিয়তা অর্জন করেছেন মিঠুন।   তবে অভিনেতার আজকের এই অবস্থানে আসার পথটা মোটেও সহজ ছিল না। বিখ্যাত হওয়ার আগে রুপালি পর্দায় জায়গা করে নিতে বেশ লড়াই করতে হয়েছিল তাকে। আর ঠিক সেই সময়ে মনও ভেঙেছিল মিঠুনের। হঠাৎ অভিনেতাকে ছেড়ে চলে যায় তার প্রেমিকা।  সম্প্রতি এক রিয়েলিটি শোতে হাজির হয়ে নিজের অতীতের কথা সামনে আনলেন মিঠুন। অভিনেতা বলেন, তারকা হওয়ার আগে প্রেমে পড়ে রীতিমতো পাগল হয়ে গিয়েছিলাম আমি। কিন্তু মেয়েটি ছেড়ে চলে যায়। তার পর ধীরে ধীরে সময়ও বদলে গেল। বড় তারকা হলাম আমি।  তিনি আরও বলেন, একদিন আমি বিমানে যাচ্ছি। সেই মেয়েটিও ছিল একই বিমানে। কিন্তু ও কোনোভাবেই আমার চোখের দিকে তাকাচ্ছিল না। আমি উঠে ওর দিকে এগিয়ে গেলাম। জানতে চাইলাম, ‘আমার দিকে তাকাচ্ছ না কেন।’ ও তখন তাকাল। কিন্তু দেখে মনে হলো, ওর ভীষণ অনুতাপ হচ্ছে। সেসময় আমি ওকে সহজ করার জন্য বলি, তখন তুমি যা করেছিলে, ঠিক করেছিলে।  আমার কথা শুনে জবাবে মেয়েটি বলেন, আমার মনে হয়, আমি ভুল করেছি। আমার ওটা তখন করা উচিত হয়নি। উত্তরে মিঠুন বলেছিলেন, তুমি এসব না করলে হয়তো এত বড় তারকা হতে পারতাম না আমি।  সূত্র: আনন্দবাজার  
ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত
টালিউড অভিনেত্রী নুসরাত জাহান। কাজের চেয়ে বিতর্কিত কাণ্ডেই বেশি আলোচনায় থাকেন তিনি। ২০২১ সালে প্রথম পুত্রসন্তানের মা হন এই অভিনেত্রী। কিন্তু সন্তানের খবর জানালেও ছেলের মুখ দেখাননি তিনি। অবশেষে তিন বছর পর বিশ্ব মা দিবসে ছেলেকে প্রকাশ্যে আনলেন নুসরাত।       ভারতীয় গণমাধ্যমের সূত্র অনুযায়ী, নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ না হতেই যশ দাশগুপ্তর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়ান নুসরাত। এর এক বছর পর সন্তানের মা হন তিনি। ছেলে ঈশানকে জন্মের পর ক্যামেরার সামনে আনেননি তিনি। নিজের ইনস্টাগ্রামে মা দিবস উপলক্ষে কয়েকটি ছবি শেয়ার করেন নুসরাত। ওই ছবিতে দেখা যায়, সাদা টি শার্ট পরে মায়ের কোলে বসা ছোট্ট ঈশান। নেটিজেনদের অনেকেই বলছেন বাবা যশের হুবহু ফটোকপি ছেলে। কেক কেটে মা এবং ছেলের সঙ্গে বিশ্ব মা দিবস উদযাপন করেন তিনি। এর আগে গত ৫ মে অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেলের জন্মদিনের অনুষ্ঠানে হাজির হয়েছিলেন নুসরাত ও তার ছেলে ঈশান। সেখানে ক্যামেরায় ধরা পড়ে ঈশান। ইতোমধ্যে সেই ছবিও ছড়িয়ে পড়ে সামাজিক  যোগাযোগমাধ্যমে। তবে এবার প্রথম দেখা গেল তার স্পষ্ট ছবি। প্রসঙ্গত, ২০২১ সালে করোনায় লকডাউন চলাকালীন প্রথম অন্তঃসত্ত্বা হওয়ার খবর সামনে আসে নুসরাতের। সেসময় পিতৃ পরিচয় নিয়েও ওঠে নানান প্রশ্ন। কারণ তখনও স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হয়নি অভিনেত্রীর। যেই আলোচনা থামিয়ে দেন যশ। পুরো সময়ই নুসরাতের পাশে ছিলেন এই অভিনেতা।    সূত্র: হিন্দুস্তান টাইমস  
ছেলের লিভ-ইন সম্পর্ক নিয়ে যা বললেন শ্রাবন্তী
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। সম্প্রতি মুখোমুখি হয়েছিলেন একটি ভারতীয় গণমাধ্যমের। সেখানে তিনি কথা বলেছেন ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়কে নিয়ে।  অভিনেত্রী বলেন, ‘ছেলে লিভ-ইন করুক যা-ই করুক আমার আপত্তি থাকবে কেন? জীবন একটাই। তাই যে যেটাতে ভালো থাকে, সেটাই করা উচিত।’ ওই সাক্ষাৎকারে শ্রাবন্তীকে প্রশ্ন করা হয়, ছেলে অভিমন্যু বড় হয়ে কী হবেন? জবাবে তিনি বলেন, ‘ও যা চায়, যেটা হতে চায়, সম্মতি আছে আমার। মা হিসেবে সবসময় ওর পাশে আছি।’ প্রসঙ্গত, খুব অল্প বয়সেই পরিচালক রাজীব কুমার বিশ্বাসের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসেন শ্রাবন্তী। এরপর জন্ম হয় ছেলে অভিমন্যু চট্টোপাধ্যায়ের। তবে স্বামী রাজীবের সঙ্গে সম্পর্ক টেকেনি তার। ডিভোর্স হয়ে গেলে মায়ের কাছেই বড় হয়েছেন অভিমন্যু। আর শ্রাবন্তীও তার সঙ্গে মিশেছেন বন্ধুর মতো।  সম্প্রতি শুভ্রজিৎ মিত্রের পরিচালনায় ‘দেবী চৌধুরানী’ সিনেমার শুটিং শেষ করেছেন শ্রাবন্তী। হাতে রয়েছে আরও একগুচ্ছ কাজ। সব মিলিয়ে দারুণ ব্যস্ত তিনি।
হাতির সঙ্গে মোটরসাইকেলের ধাক্কা, অভিনেতার মৃত্যু
সড়ক দুর্ঘটনায় মারা গেছেন ভারতীয় বাংলা সিনেমার অভিনেতা আজাদ শেখ। শনিবার (১১ মে) সকালে দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুরে এ দুর্ঘটনা ঘটে। ‘মির্জা’ খ্যাত এ অভিনেতার বয়স হয়েছিল ৩৫ বছর। পরিবারের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, গতকাল ভোর ৪টার দিকে আজাদ তার বাড়ি সোনারপুরের জগদীশপুর থেকে মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতির সঙ্গে ধাক্কা খায়। দুর্ঘটনার প্রবলতা এতটাই বেশি ছিল যে, মোটরসাইকেলের সামনের চাকা খুলে যায়। ভেঙে যায় বাইকের সামনের অংশও। এরপর পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে আজাদকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন। নিউজ১৮ এক প্রতিবেদনে জানিয়েছে, আজাদের মোটরসাইকেলটি রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি টেম্পুকে ধাক্কা দেয়। এতে গুরুতর আহত হলে আজাদকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে মারা যান এই অভিনেতা। পরিবারের বরাত দিয়ে সংবাদমাধ্যমটি জানিয়েছে, অভিনেতা আজাদ শেখের ৯ বছরের একটি পুত্রসন্তান রয়েছে। সন্তান জন্ম দিতে গিয়ে আজাদের স্ত্রী মারা গেছেন। আগামী ২০ মে তার জন্মদিন। এবার জন্মদিনের আগে তার বাবা পরপারে পাড়ি জমালেন। অঙ্কুশ হাজরা অভিনীত সিনেমা ‘মির্জা’। এ সিনেমায় তার সহশিল্পী হিসেবে অভিনয় করেছেন আজাদ ও তার বাবা। গত ১১ এপ্রিল মুক্তি অভিনীত এই সিনেমা। আজাদ ব্যবসার পাশাপাশি সিনেমার ছোট ছোট চরিত্রে অভিনয় করতেন।
ছেলের জন্মদিনের আগে সড়কে ঝরল অঙ্কুশের সহ-অভিনেতার প্রাণ
সড়কে মৃত্যুর মিছিল দিন দিন যেনো দীর্ঘ হচ্ছে। শনিবার (১১ মে) ভোরে সড়কে ঝরে পরেছে অড সিগনেচারের গায়কের প্রাণ। একই দিনে পশ্চিমবঙ্গের সড়কে ঝরেছে টলিউড অভিনেতা আজাদ শেখের প্রাণ। তিনি অংকুশ হাজরার সদ্য মুক্তিপ্রাপ্ত ‘মির্জা’ ছবিতে কাজ করেছেন। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য। সোনারপুরের আড়াপাঁচে দুরন্ত গতিতে মোটরসাইকেল চালাতে গিয়ে মৃত্যু হয় আজাদ শেখের। শনিবারই (১১মে) তার দেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে বলে জানা যায়। এদিন পুলিশ এসে দুর্ঘটনাস্থল থেকে উদ্ধার করে তার দেহ। নিহত আজাদের পরিবার জানিয়েছে, এদিন ভোর ৪টার দিকে আজাদ তার বাড়ি অর্থাৎ সোনারপুরের জগদীশপুর নামক এলাকা থেকে তার মামাবাড়ির উদ্দেশ্যে রওনা দেন। তখনই বেপরোয়া গতিতে বাইক চালানোর সময় রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা একটি ছোট হাতিতে ধাক্কা মারেন আজাদ।  দুর্ঘটনার প্রবলতা এতটাই বেশি ছিল যে বাইকের সামনের চাকা খুলে বেরিয়ে যায়। ভেঙে যায় বাইকের সামনের অংশও। এরপর পুলিশ খবর পেয়ে তাকে সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয়। এদিকে ‘মির্জা’ ছবিতে শুধু আজাদ না, তার বাবাও অভিনয় করেছেন বলে জানিয়েছে আজাদের পরিবার। জানা গেছে আজাদের ৯ বছরের একটি ছেলে রয়েছে। আগামী ২০ মে তার জন্মদিন। এবার ১০-এ পা দেবে একরত্তি। জন্মের সময় মাকে হারায় সে। এবার ১০ বসন্তে পৌঁছাতেই হারাতে হলো বাবাকে। 
‘আন্দাজে ঢিল ছুড়লে ভিমরুলের কামড় খেতে হবে’
সোয়েটার সিনেমার ‘প্রেমে পড়া বারণ’ গানটির মাধ্যমে দর্শক হৃদয়ে ঠাঁই করে নিয়েছিলেন অভিনেত্রী ইশা সাহা। এরপর অভিনয় করেছেন একের পর সিনেমা ও ওয়েব সিরিজে। শুক্রবার  (১০ মে) জি-ফাইভে মুক্তি পেতে যাচ্ছে তার অভিনীত ‘পাশবালিশ’ ওয়েব সিরিজ। এতে তার সঙ্গে দেখা যাবে সৌরভ দাস ও সুহোত্র মুখার্জিকে। সম্প্রতি একটি ভারতীয় সংবাদমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন ইশা। সেখানে কাজসহ তিনি আলাপ করেছেন ব্যক্তিগত বিষয় নিয়েও। ‘প্রজাপতি বিস্কুট’ খ্যাত অভিনেত্রী বলেন, অভিনেতা ইন্দ্রনীল সেনগুপ্তের সঙ্গে আমার সম্পর্ক আছে না নেই, দূর থেকে সেটা অনুমান করে লোকে। বিনোদন দুনিয়ার মানুষদের কথা বাদ দিন, পাশের বাড়ির কাউকে নিয়েও এই আলোচনা হয়।  তিনি আরও বলেন, অনুমান বা মুখরোচক আলোচনা ঠিক আছে। কিন্তু আপনি তো আমার ব্যক্তিগত সম্পর্ক নিয়ে বিবৃতি দিতে পারেন না। বিবৃতি আমি দেবো বা আমার যার সঙ্গে নাম জড়াবে, তিনি দেবেন। আপনি তো তৃতীয় ব্যক্তি। ইশা সাহা বলেন, যার সঙ্গে আমার নাম জড়ানো হয়েছিল, তার সঙ্গে আমার কিছু থাকতেও পারে আবার নাও পারে। তাই বলার আগে সত্যতা যাচাই করে নিতে হবে। আন্দাজে ঢিল ছুড়লে ভিমরুলের কামড় খেতে হবে। প্রসঙ্গত, ‘প্রজাপতি বিস্কুট’ দিয়ে ২০১৭ সালে সিনেমায় অভিষেক হয় ইশার। এরপর তাকে ‘গুপ্তধনের সন্ধানে’, ‘সোয়েটার’, ‘দুর্গেশগড়ের গুপ্তধন’, ‘গোলন্দাজ’, ‘কাছের মানুষ’, ‘মিথ্যে প্রেমের গান’ ও ‘ঘরে ফেরার গান’ সিনেমায় দেখা গেছে। ওয়েব দুনিয়াতেও সমাদর আছে এই অভিনেত্রীর। ‘মাফিয়া’, ‘ইন্দু’, ‘গোরা’, ‘হ্যালো! রিমেম্বার মি?’সহ বেশ কয়েকটি ওয়েব সিরিজেও অভিনয় করে দর্শকের মন জয় করেছেন তিনি।