জনপ্রিয় চিত্রনায়ক বাপ্পি চৌধুরী ও নবাগত নায়িকা অধরা খান অভিনীত ‘নায়ক’ ছবিটি গতকাল রোববার সেন্সর বোর্ডে প্রদর্শিত হয়। এদিন ছবিটি আনকাট সেন্সর সনদ পেয়েছে বলে আরটিভি অনলাইনকে নিশ্চিত করেছেন নায়িকা অধরা খান।
নায়ক ছবিতে বাপ্পি-অধরা ছাড়া আরও অভিনয় করছেন চিত্রনায়িকা মৌসুমী, অমিত হাসান, আমান রেজা, নুসরাত জাহান পাপিয়াসহ অনেকে।
আসছে অক্টোবরেই ছবিটি মুক্তির সম্ভাবনা রয়েছে বলে জানা যায়। সম্প্রতি এই ছবির ‘এলোমেলো’ গানটি ইউটিউবে প্রকাশ হয়েছে। গানটি লিখেছেন মিজানুর রহমান লাবু। কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। কোরিওগ্রাফি করেছেন ভারতীয় নৃত্য পরিচালক বাবা যাদব। বহুল আলোচিত ‘নায়ক’ পরিচালনা করেছেন যুগল নির্মাতা ইস্পাহানী-আরিফ জাহান।
১৫ বছর আগে নায়ক মান্না ও পূর্ণিমাকে নিয়ে ‘নায়ক’ নামে একটি ছবি নির্মাণ করেছিলেন ইস্পাহানী আরিফ জাহান। তবে নতুন নায়ক সিক্যুয়াল ছবি নয়। নতুন গল্প নিয়েই ‘নায়ক’ নির্মিত হচ্ছে। ভালো লাগা থেকেই ‘নায়ক’ নামে নতুন ছবি বানাচ্ছেন বলে জানিয়েছেন নির্মাতা।
উল্লেখ্য, যুগল নির্মাতা ইস্পাহানী আরিফ জাহান বিদ্রোহী বধূ, লাট সাহেবের মেয়ে, সুখের স্বর্গ, তুমি সুন্দর, সন্ত্রাসী মুন্নাসহ আরও বেশ কিছু ব্যবসাসফল সিনেমা উপহার দিয়েছেন।
আরও পড়ুন :
এম/পিআর