মেলবোর্ন পাকে সেমিফাইনালে উঠার লড়াইয়ে দারুণ খেলছিলেন রাফায়েল নাদাল। কিন্তু পুরোনো চোট আবারও মাথা চাড়া দেওয়ায় মঙ্গলবার মারিন সিলিচের বিপক্ষে লড়াইটা শেষ করতে পরলেন না। শেষ পর্যন্ত নিজেকে সরিয়ে নিলেন। তাতেই অস্ট্রেলিয়ান ওপেনের পথচলা শেষ হয়ে গেল এই টেনিস তারকার।
চলতি বছরের প্রথম গ্র্যান্ড স্ল্যাম থেকে স্প্যানিশ তারকা সরে যাওয়া সেমিফাইনালে উঠেছেন ষষ্ঠ বাছাই ক্রোয়েশিয়ার সিলিচ।
মঙ্গলবার সেমিতে ওঠার লড়াইয়ে নাদালের বিপক্ষে দারুণ খেলছিলেন সিলিচ। ৩-৬, ৬-৩, ৬-৭, ৬-২, ২-০ গেমে এগিয়ে ছিলেন তিনি। কিন্তু এরপরই পুরোনো চোট আবারও নতুন করে জেগে ওঠাই আর কোর্টে থাকতে পারলেন না নাদাল। শেষ পর্যন্ত বছরের প্রথম গ্র্যান্ড স্লাম থেকে নিজেকে সরিয়ে নিতে বাধ্য হলেন ৩২ বছর বয়সী এই টেনিস খেলোয়াড়।
সেমি-ফাইনালে ব্রিটেনের কাইল এডমুন্ডের মুখোমুখি হবেন সিলিচ। এদিকে কোয়ার্টার ফাইনালে থেমেছেন গ্রিগর দিমিত্রভকে। বুলগেরিয়ার এই খেলোয়াড়কে ৬-৪, ৩-৬, ৬-৩, ৬-৪ গেমে এডমুন্ডর কাছে মঙ্গলবার হারেন।
আরও পড়ুন
ওয়াই/পি