২০২৫ সালে মাঠে গড়াবে যত আন্তর্জাতিক টুর্নামেন্ট
২০২৪ সালকে বিদায় করে আগমন ঘটেছে নতুন বছরের। ২০২৫ সালে ব্যস্ত সূচি রয়েছে ক্রীড়াঙ্গনের। যার শুরুটা পাকিস্তানে অনুষ্ঠিত হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে। এ ছাড়াও রয়েছে নতুন মোড়কে ক্লাব বিশ্বকাপের উদ্বোধনের মঞ্চ।
বর্তমানের খেলোয়াড়দের কোনো বিশ্রাম নেই। ২০২৪ এ খেলা কমানোর যে দাবি ছোট ছিল ২০২৫ সালে আরও জোরালো হবে। তার প্রমাণ খেলাধুলার ক্যালেন্ডার।
চ্যাম্পিয়নস ট্রফি ও ক্লাব বিশ্বকাপ ছাড়াও নারীদের বৈশ্বিক আসর ওয়ানডে বিশ্বকাপ, মহাদেশীয় আসর এশিয়া কাপ, ফুটবলে দক্ষিণ এশিয়ার শ্রেষ্ঠত্বের মঞ্চ সাফ চ্যাম্পিয়নশিপ হবে এ বছর।
বাংলাদেশের সবচেয়ে বড় মর্যাদার আসর জুনিয়র হকি বিশ্বকাপ। প্রথমবার হকির বৈশ্বিক আসরে খেলার যোগ্যতা অর্জন করেছে বাংলাদেশ। ভারতে তার পরীক্ষা ডিসেম্বরে।
আসুন এক নজরে দেখে নেই ২০২৫ এর যত আন্তর্জাতিক টুর্নামেন্ট রয়েছে
খেলার নাম | প্রতিযোগিতা | মাস | আয়োজক |
টেনিস | অস্ট্রেলিয়ান ওপেন | জানুয়ারি | অস্ট্রেলিয়া |
ক্রিকেট | চ্যাম্পিয়নস ট্রফি | ফেব্রুয়ারি-মার্চ | পাকিস্তান |
ফুটবল | পুরুষ সাফ অনূর্ধ্ব-১৯ | মে | ভারত |
টেনিস | ফ্রেঞ্চ ওপেন | জুন | ফ্রান্স |
ফুটবল | ক্লাব বিশ্বকাপ | জুন | যুক্তরাষ্ট্র |
টেনিস | উইম্বলডন | জুন-জুলাই | ইংল্যান্ড |
ফুটবল | সাফ চ্যাম্পিয়নশিপ | জুন-জুলাই | বাংলাদেশ |
ফুটবল | সাফ অনূর্ধ্ব-২০ নারী | জুলাই | বাংলাদেশ |
টেনিস | ইউএস ওপেন | আগস্ট-সেপ্টেম্বর | যুক্তরাষ্ট্র |
অ্যাথলেটিকস | বিশ্ব চ্যাম্পিয়নশিপ | সেপ্টেম্বর | জাপান |
ক্রিকেট | নারী ওয়ানডে বিশ্বকাপ | সেপ্টেম্বর | ভারত |
ক্রিকেট | এশিয়া কাপ | অক্টোবর | ভারত |
হকি | যুব বিশ্বকাপ | ভারত | |
ফুটবল | আফ্রিকান কাপ অব নেশন্স | ডিসেম্বর | মরক্কো |
আরটিভি/এসআর/এআর
মন্তব্য করুন