নকল ও মেয়াদহীন ওষুধ এবং নকল মাস্ক বিক্রির বিরুদ্ধে রাজধানীর মোহাম্মদপুরে অভিযান চালিয়েছে র্যাব।
আজ সোমবার মোহাম্মদপুর শিয়া মসজিদের পাশে আল শেফা ফার্মেসিতে অভিযান চালিয়ে মেয়াদ উত্তীর্ণ ও অনুমোদিত ভারতীয় ওষুধ জব্দ করা হয়। এসব ওষুধ রাখার দায়ে ওই প্রতিষ্ঠানের ১০ জনকে আটক করেছে র্যাব। এছাড়া ফার্মেসিকে সিলগালা ও ২৬ লাখ টাকা জরিমানা করে র্যাবের ভ্রাম্যমাণ আদালত।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু জানান, কর ফাঁকি দেয়াসহ, ওষুধ প্রশাসন অধিদপ্তরের লোগো ব্যবহারের অভিযোগও ছিল আল শেফা ফার্মেসির বিরুদ্ধে।
পলাশ কুমার বসু আরও জানান, অভিযানে কারখানা ও ফার্মেসির দুইজন মালিক ও ম্যানেজারসহ মোট ১০ জনকে আটক করা হয়েছে।
এসএস