ঢাকাশুক্রবার, ১৮ এপ্রিল ২০২৫, ৫ বৈশাখ ১৪৩২

এবার আইপিএলে স্যামসনকে ২৪ লাখ রুপি জরিমানা

স্পোর্টস ডেস্ক, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১০ এপ্রিল ২০২৫ , ০৭:২২ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

আইপিএলে একের পর এক ভুল করেই যাচ্ছে রাজস্থান রয়্যালস। যার কারণে শাস্তিও পেতে হচ্ছে অধিনায়ক বা দলের খেলোয়াড়দের। এই শাস্তির ফলে দ্বিতীয় বার জরিমানা গুনতে হল দলকে।রাজস্থানের প্রথম তিনটি ম্যাচে অধিনায়ক ছিলেন রিয়ান পরাগ। তখন এক ম্যাচে মন্থর বোলিং করার কারণে তাকে জরিমানা দিতে হয়। এ বার একই কারণে জরিমানা দিতে হচ্ছে অধিনায়ক সঞ্জু স্যামসনের। সেই সঙ্গে গোটা দলকেও শাস্তি পেতে হল। আইপিএলে মন্থর গতিতে বল করা থেকে নিজেদের সড়াতে পারছে না রাজস্থান। 

বিজ্ঞাপন

এই নিয়ে চলমান আইপিএলে দ্বিতীয় বার একই ভুল করলো রাজস্থান। একই ভুল করার কারণে এর আগে ১২ লাখ টাকা জরিমানা করা হয় রিয়ানকে। এ বার ২৪ লাখ টাকা  জরিমানা করা হল অধিনায়ক সঞ্জুকে। সেই সাথে দলের বাকি ক্রিকেটারদের ম্যাচ ফির ২৫ শতাংশ বা ৬ লাখ টাকার মধ্যে যেটি বেশি হবে সেই পরিমাণ টাকা জরিমানা করা হয়েছে। 

বুধবার (৯ এপ্রিল) আহমেদাবাদে গুজরাটের বিপক্ষে চলতি মৌসুমে দ্বিতীয় বার নেতৃত্ব দিতে মাঠে নেমেছিলেন সঞ্জু। ম্যাচটি ৫৮ রানে হেরে যায় রাজস্থান। ম্যাচ হারার সাথে এদিন শাস্তিও এড়াতে পারলেন না সঞ্জুরা। আইপিএল এক বিবৃতিতে জানিয়েছে, শৃঙ্খলাবিধির ২.২২ ধারা ভঙ্গ করে সঞ্জু।

বিজ্ঞাপন
বিজ্ঞাপন

চলমান আইপিএলে সঞ্জু পঞ্চম অধিনায়ক যাকে মন্থর বোলিং করার জন্য শাস্তি দেওয়া হয়। এর আগে হার্দিক, রিয়ান, ঋষভ পন্থ এবং রজত পাটীদারকে মন্থর বোলিং করার জন্য জরিমানা করা হয়।   

এই মুহূর্তে আইপিএলের পয়েন্ট টেবিলের সাত নাম্বার স্থানে রয়েছে রাজস্থান। চলতি আইপিএলে পাঁচ ম্যাচ খেলে দুই জয়ের পাশাপাশি তিনটিতে হেরেছে সঞ্জুর দল। এ বার ১৩ এপ্রিল বেঙ্গালুরুর বিপক্ষে মাঠে নামবে রাজস্থান রয়্যালস।

আরটিভি/এসকে/এস

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |