ঢাকা

নৌযান শ্রমিক ধর্মঘট স্থগিত

আরটিভি নিউজ

শনিবার, ২৮ ডিসেম্বর ২০২৪ , ০৯:৫৯ পিএম


loading/img
ফাইল ছবি

সারাদেশে চলা পণ্যবাহী নৌযান শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। চাঁদপুরের মেঘনায় জাহাজে সাত শ্রমিক হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবিতে এ ধর্মঘট ডাকা হয়।

বিজ্ঞাপন

শনিবার (২৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ নৌযান শ্রমিক ফেডারেশনের সভাপতি শাহা আলম এই ঘোষণা দিয়েছেন।

তিনি জানান, নৌ শ্রমিকদের খুনের সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার নিশ্চিত, আহতদের ক্ষতিপূরণ দেওয়া ও নিহতদের পরিবারকে সহায়তা এবং নৌপথের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার আশ্বাসে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে।

বিজ্ঞাপন

এর আগে গত বৃহস্পতিবার মধ্যরাত থেকে এ ঘোষণার আগ পর্যন্ত সারা দেশে বন্ধ ছিল সকল প্রকার পণ্যবাহী নৌযান চলাচল। এই ধর্মঘটে অচলাবস্থা দেখা দেয় বন্দরগুলোতে। খালাসের অপেক্ষায় রয়েছে ১০ লাখের বেশি টন পণ্য। এতে নিত্যপ্রয়োজনীয় পণ্য ছাড়াও জ্বালানি পণ্যও রয়েছে।

আরটিভি/এসএপি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |