চাঁদপুরের মতলব উত্তরে আত্মীয়ের বাড়িতে বেড়াতে এসে সুরমা বেগম (৩৫) নামে এক গৃহবধূ ধর্ষণের শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িতদের মধ্যে আব্দুল মজিদকে গ্রেপ্তার করেছে মতলব উত্তর থানা পুলিশ। সম্প্রতি মতলব উত্তর উপজেলার দূর্গাপুর ইউনিয়নের মিঠুরকান্দি গ্রামে এ ঘটনা ঘটেছে।
বুধবার (১৯ মার্চ) বিষয়টি নিশ্চিত করছেন মতলব উত্তর থানার ওসি রবিউল হক।
ভুক্তভোগী গৃহবধূ ঢাকার আশুলিয়া থানা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, মতলব উত্তর উপজেলার মিঠুরকান্দি গ্রামে মুক্তা মনি বাড়িতে ভুক্তভোগী সুরমা বেগম (৩৫) বেড়াতে আসলে রাতে বাথরুমে যাওয়ার পথে আব্দুল মজিদ প্রকাশ টুটুল (৪৩) এর সহায়তায় মো. মামুন (৪৫) মুখ চেপে ধরে ওই বাড়ি-সংলগ্ন জনৈক নিজাম উদ্দিনের বাগানে জোরপূর্বক ধর্ষণ করে। এ ঘটনায় মঙ্গলবার সন্ধ্যায় ওই গৃহবধূর বাদী হয়ে মতলব উত্তর থানায় ধর্ষণের মামলা দায়ের করেন।
মতলব উত্তর ওসি রবিউল হক বলেন, এ ঘটনায় পর অভিযুক্ত আব্দুল মজিদ প্রকাশ টুটুলকে গ্রেপ্তার করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারের অভিযান অব্যাহত রয়েছে।
আরটিভি/এমকে/এস