ঢাকাসোমবার, ০৫ মে ২০২৫, ২২ বৈশাখ ১৪৩২

পলিটেকনিক শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় শিক্ষা মন্ত্রণালয়

আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ১১:৫৪ এএম


loading/img
ছবি: সংগৃহীত

ছয় দফা দাবিতে আন্দোলনরত পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসেছে শিক্ষা মন্ত্রণালয়। 

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) সকাল সাড়ে ১০টার পর সভা শুরু হয়েছে বলে জানিয়েছেন কারিগরি শিক্ষা আন্দোলনের নেতা রিফাত।

তিনি বলেন, শিক্ষা উপদেষ্টার সঙ্গে আমাদের ১৬ সদস্যের প্রতিনিধি দল সভায় বসেছেন। সভাশেষে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।

বিজ্ঞাপন

আন্দোলন চলবে কি না শিক্ষা উপদেষ্টার সঙ্গে সভা শেষে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানান তিনি।

এর আগে, বুধবার (১৬ এপ্রিল) সকাল ১০টা থেকে সারা দেশে পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা সড়ক অবরোধ কর্মসূচি পালন করেন।  এতে  সারা দেশে মহাসড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি হয়। পরে রাতে এক সংবাদ সম্মেলনে আজ বৃহস্পতিবার রেলপথ অবরোধ কর্মসূচি ঘোষণা করা হলেও মধ্যরাতে ভিডিও বার্তায় সেটি বাতিল করেন তারা। 

ভিডিও বার্তায়, কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় প্রতিনিধি মাসফিক ইসলাম বলেন, বৈঠকে ছয় দফাসহ অন্যান্য বিষয় নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে। এই চূড়ান্ত সিদ্ধান্তের ওপর ভিত্তি করে সারা দেশের পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে পরবর্তী কর্মসূচি দেওয়া হবে। বৈঠক চলাকালীন পলিটেকনিক ইনস্টিটিউটগুলোতে কর্মসূচি স্থগিত থাকবে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |