• ঢাকা শুক্রবার, ২০ ডিসেম্বর ২০২৪, ৫ পৌষ ১৪৩১
logo

তাফসির আউয়ালকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

আরটিভি নিউজ

  ৩১ আগস্ট ২০২০, ১৩:০৩
Tafsir Md. Awal,
ছবি সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিউইয়র্ক ও লন্ডনে একাধিক ব্যাংক হিসাব খুলে কোটি কোটি টাকা লেনদেনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ মাল্টিমোড লি‌মি‌টে‌ডের মা‌লিক তাফসির মো. আউয়ালকে জিজ্ঞাসাবাদ কর‌ছে।

আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় তাফসির আউয়ালকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে এই জিজ্ঞাসাবাদ চলছে।

প্রসঙ্গত গত ২০ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে ৩১ আগস্ট হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয় তাকে।

মাল্টিমোড লিমিটেডের মালিক তাফসির মো: আউয়ালের বিরুদ্ধে নিউ ইয়র্ক ও লন্ডনে একাধিক ব্যাংক হিসাব খুলে কোটি কোটি টাকা লেনদেনসহ বিভিন্ন দুর্নীতির একটি অভিযোগ কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেয়া ও শোনা প্রয়োজন। এমনটাই ওই নোটিশে বলা হয়।

আরও পড়ুন

এম

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • আইন-বিচার এর পাঠক প্রিয়
আরও পড়ুন
৪০০ নয়, হাসিনার সেই পিয়নের অ্যাকাউন্টে ৬২৬ কোটি টাকা!
স্ত্রী-ভাইসহ ডিবি হারুনের বিরুদ্ধে দুদকের মামলা
ডিসি নিয়োগে দুর্নীতির অভিযোগ, তদন্তে উপদেষ্টা কমিটি
সাকিবের আয়কর হিসাব ও দুর্নীতির অভিযোগ তদন্তে দুদকে আবেদন