ঢাকাবৃহস্পতিবার, ১৫ মে ২০২৫, ১ জ্যৈষ্ঠ ১৪৩২

তাফসির আউয়ালকে জিজ্ঞাসাবাদ করছে দুদক

আরটিভি নিউজ

সোমবার, ৩১ আগস্ট ২০২০ , ০১:০৩ পিএম


loading/img
ছবি সংগৃহীত

দুর্নীতি দমন কমিশন (দুদক) নিউইয়র্ক ও লন্ডনে একাধিক ব্যাংক হিসাব খুলে কোটি কোটি টাকা লেনদেনসহ বিভিন্ন দুর্নীতির অভিযোগ মাল্টিমোড লি‌মি‌টে‌ডের মা‌লিক তাফসির মো. আউয়ালকে জিজ্ঞাসাবাদ কর‌ছে।

বিজ্ঞাপন

আজ সোমবার (৩১ আগস্ট) সকাল ১১টায় তাফসির আউয়ালকে জিজ্ঞাসাবাদ শুরু করে দুদক।

দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য্য জানান, দুদকের পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে এই জিজ্ঞাসাবাদ চলছে।

বিজ্ঞাপন

প্রসঙ্গত গত ২০ আগস্ট দুদকের প্রধান কার্যালয়ের পরিচালক সৈয়দ ইকবাল হোসেন স্বাক্ষরিত নোটিশে ৩১ আগস্ট হাজির হয়ে বক্তব্য দিতে বলা হয় তাকে।

মাল্টিমোড লিমিটেডের মালিক তাফসির মো: আউয়ালের বিরুদ্ধে নিউ ইয়র্ক ও লন্ডনে একাধিক ব্যাংক হিসাব খুলে কোটি কোটি টাকা লেনদেনসহ বিভিন্ন দুর্নীতির একটি অভিযোগ কমিশনে অনুসন্ধানাধীন রয়েছে। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে বর্ণিত অভিযোগের বিষয়ে তার বক্তব্য নেয়া ও শোনা প্রয়োজন। এমনটাই ওই নোটিশে বলা হয়। 

আরও পড়ুন 

বিজ্ঞাপন

এম 
 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |