ঢাকাশুক্রবার, ১৮ জুলাই ২০২৫, ৩ শ্রাবণ ১৪৩২

ঢামেকের কোয়ার্টার থেকে কিশোরীর মরদেহ উদ্ধার

আরটিভি নিউজ

সোমবার, ১১ ডিসেম্বর ২০২৩ , ০৯:৫৪ এএম


loading/img
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল

রাজধানীর নিউমার্কেট থানা এলাকার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টার থেকে মোছা. তানিয়া আক্তার তানহা (১৩) নামের এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (১০ ডিসেম্বর) রাত সোয়া এগারটার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

বিষয়টি নিশ্চিত করে নিউমার্কেট থানার উপ-পরিদর্শক (এস আই) মিলন মল্লিক জানান, খবর পেয়ে আমরা রাত দশটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের স্টাফ কোয়ার্টারে একটি চতুর্থ তলার রুম থেকে ফ্যানের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ঝুলন্ত মরদেহ উদ্ধার করি। পরে আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়।

বিজ্ঞাপন

তিনি জানান, আমরা জানতে পেরেছি ওই কিশোরী গ্রাম থেকে খালার সঙ্গে চাকরির উদ্দেশে ঢাকায় এসেছিল। তবুও ময়নাতন্ত্রের প্রতিবেদনের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

নিহতের চাচা বাবু জানান, আমার ভাতিজি কয়েকদিন আগে চাকরির জন্য ঢাকায় আসেন। কি কারণে গলায় ফাঁস দিয়েছে এ বিষয়ে আমরা কিছু জানি না।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |