ঢাকামঙ্গলবার, ২৯ এপ্রিল ২০২৫, ১৬ বৈশাখ ১৪৩২

শাহজাদপুরে আবাসিক হোটেলে আগুন, নিহত ৪

আরটিভি নিউজ 

সোমবার, ০৩ মার্চ ২০২৫ , ০১:৩৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

রাজধানীর শাহজাদপুরে একটি আবাসিক হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন নিহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

বিজ্ঞাপন

সোমবার (৩ মার্চ) দুপুরে এ তথ্য জানান ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রাশেদ বিন খালিদ।

তাৎক্ষণিকভাবে নিহতদের কারও পরিচয় পাওয়া যায়নি। তবে, তারা সবাই পুরুষ বলে জানা গেছে।  হোটেলের ৬ তলায় মরদেহ ৪টি পাওয়া গেছে।

বিজ্ঞাপন

কী কারণে আগুনের সূত্রপাত হয়েছে, তা এখনও জানা যায়নি। 

তবে, আগুন ইতোমধ্যে নিয়ন্ত্রণে এসেছে জানিয়ে এক বিজ্ঞপ্তি দিয়েছে ফায়ার সার্ভিস। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুপুর ১২টা ১৭ মিনিটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ঘটনাস্থলে ১২টা ৩১ মিনিটে বারিধারা ফায়ার স্টেশনের ২টি ইউনিট পৌঁছায়। পরে দুপুর ১টা ৪ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

এতে আরও বলা হয়, সৌদিয়া হোটেলের ৬তলা ভবনটির দ্বিতীয় তলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সিঁড়ির দরজা তালা মারা ছিল। তাই কেউ বের হতে পারেননি। ৬ তলায় একটি বাথরুমের ভেতরে একজন এবং তিনটি সিঁড়ির গোড়ায় ৩ জনের মরদেহ পাওয়া গেছে।

বিজ্ঞাপন

আরটিভি/এসএইচএম

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |