ঢাকাবৃহস্পতিবার, ২৯ মে ২০২৫, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩২

বিষাক্ত ধোঁয়া ও বর্জ্য থেকে বাঁচাতে ডেমরা-কোনাপাড়াবাসির মানববন্ধন

আরটিভি নিউজ

শনিবার, ১০ মে ২০২৫ , ০৬:৩৯ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

স্টিল মিলের বিষাক্ত কালো ধোঁয়া ও ময়লার ভাগাড় থেকে জীবন রক্ষার দাবিতে রাজধানীর কোনাপাড়া, মাতুয়াইল, যাত্রাবাড়ী, ডেমরা ও মান্ডাসহ আশেপাশের কয়েক হাজার মানুষ মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

বিজ্ঞাপন

শনিবার (১০ মে) কোনাপাড়া-মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলন’র উদ্যোগে আয়োজিত মানববন্ধন কর্মসূচিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ও বিভিন্ন এলাকার শিশু-কিশোর নারী-পুরুষ অংশ নেন।

কোনাপাড়া-মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি মো. ওবাদুল্লাহ হিমুর সভাপতিত্বে অনুষ্ঠিত এ কর্মসূচিতে এলাকাগুলোতে পরিবেশ দূষণ ও জনজীবন এর ক্ষতির বিভিন্ন দিক তুলে ধরে বিভিন্ন শ্রেণি-পেশার নাগরিকরা বক্তব্য দেন।

বিজ্ঞাপন

এ সময় বক্তারা মানুষের জীবন বাঁচাতে অবিলম্বে কোনাপাড়া শাহরিয়ার স্টিল মিল, জহির স্টিল মিল ও মাতুয়াইল ময়লার ডিপোসহ আশেপাশের এলাকাগুলোতে অবৈধভাবে গড়ে ওঠা কালো ধোঁয়া ও বর্জ্য উৎপাদনকারী কলকারখানাগুলো অন্যত্র জনমানবহীন নিরাপদ জোনে স্থানান্তরের দাবি জানান।

সরকারের প্রতি কয়েক দফা দাবি জানিয়ে বক্তারা আরও বলেন, এসব স্টিল মিল অবিলম্বে সরিয়ে নিতে হবে। এগুলো থেকে প্রতিদিন বিষাক্ত যে কালো ধোঁয়া বের হচ্ছে তার সঙ্গে সালফার ডাই অক্সাইড, নাইট্রোজেন ডাই অস্কাইড ও সিসাসহ অন্যান্য ক্ষতিকর উপাদন নির্গত হচ্ছে, যা পরিবেশসহ মানবদেহের বিভিন্ন রোগের সৃষ্টি করছে। এলাকার অসংখ্য মানুষ ইতোমধ্যেই ফুসফুস ও কিডনিজনিত বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হয়েছে।

ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী আশরাফ আহমেদ বলেন, বিষাক্ত কালো ধোঁয়ায় মাঝেমাঝে পুরো এলাকা অন্ধকার হয়ে যায়। ধোঁয়ার তীব্র ঝাঁজে আমাদের শ্রেণিকক্ষেও বসায় দায় হয়ে যায়।

বিজ্ঞাপন
Advertisement

মাতুয়াইল সিনিয়র মাদরাসার শিক্ষার্থী রাশেদ কাইয়্যুম বলেন, শাহরিয়ার স্টিল মিল থেকে নির্গত কালো ধোঁয়া সহ্য করতে না পেরে মাদরাসা থেকে বেশ কয়েকজন শিক্ষার্থী অন্য জায়গায় গিয়ে ভর্তি হয়েছে।

কোনাপাড়া আবদুল মান্নান স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বুশরা জানান, সবসময় এ মিল কারখানাগুলো থেকে ঘনকালো ও বিষাক্ত ধোঁয়া নির্গত হতে থাকে। আমরা এগুলো সহ্য করতে পারছি না।

সভাপতির বক্তব্যে ওবায়দুল্লাহ হিমু বলেন, অবিলম্বে এসব মিল কারখানা বন্ধ কিংবা অন্যত্র সরিয়ে নেওয়া হলে আমরা আরও কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করতে বাধ্য হব।

কোনাপাড়া-মাতুয়াইল পরিবেশ বাঁচাও আন্দোলনের সভাপতি মো. ওবাদুল্লাহ হিমুর সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন মো. বোরহানউদ্দিন, নাসির আহমেদ, মাসুম বিল্লাহ, আবু ইউসুফ খান, নুরুল ইসলাম, মাজহারুল ইসলাম, মাওলানা মামুন, সিদ্দিকুর রহমান প্রমুখ।

আরটিভি/আরএ-টি

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন
Advertisement
Advertisement

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |