গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় শিশুকে (৮) ধর্ষণচেষ্টার অভিযোগে এক কৃষককে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩০ মে) অভিযুক্ত মোজাফফরকে জেল হাজতে পাঠানো হয়েছে।
গ্রেপ্তারকৃত মোজাফফ হোসেন, উপজেলার ধোপাডাঙ্গা ইউনিয়নের পশ্চিম রাজীবপুর আকন্দ পাড়া গ্রামের বক্তার আলীর ছেলে। তিনি দক্ষিণ সাহাবাজ গ্রামে শ্বশুর জালাল মিয়ার বাড়িতে বেড়াতে এসে ওই শিশুকে ধর্ষণের চেষ্টা করেন।
এলাকাবাসী ও অভিযোগসূত্রে জানা গেছে, গত ২০ মে ভুক্তভোগী ওই শিশু তার নানার বাড়িতে স্থানীয় ছেলে মেয়েদের সঙ্গে খেলা করছিল। প্রকৃতির ডাকে সে জালাল মিয়ার বাড়িতে টয়লেট ব্যবহার করতে যায়। ফিরে আসার সময় মোজাফফর ওই শিশুর মুখ চেপে ধরে গোয়াল ঘরে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুর চিৎকারে তার সঙ্গীরা ছুটে এলে মোজাফফর পালিয়ে যান। এ নিয়ে গত শনিবার স্থানীয়ভাবে সালিস বসলে উপস্থিত লোকজন মোজাফফরকে আটক করে থানায় সোপর্দ করে।
সর্বানন্দ ইউপি চেয়ারম্যান মাহাবুবুর রহমান জানান, যেহেতু নারী শিশু নির্যাতন সংক্রান্ত ঘটনা। সেই কারণে স্থানীয়ভাবে সালিস করা হয়নি।
এ বিষয়ে সুন্দরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) বুলবুল ইসলাম জানান, আসামির বিরুদ্ধে শিশুর নানা বাদী হয়ে শিশু ধর্ষণের চেষ্টায় নারী শিশু নির্যাতন আইনে মামলা করেছেন। আসামিকে জেল হাজতে পাঠানো হয়েছে।
জিএম