ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

শ্বশুরবাড়িতে বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে জামাইয়ের মৃত্যু

পাবনা প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ১৫ জুলাই ২০২৪ , ১০:৩৮ এএম


loading/img
ছবি : সংগৃহীত

পাবনার ঈশ্বরদীতে শ্বশুরবাড়ি বেড়াতে এসে ট্রেনে কাটা পড়ে জামাইয়ের মৃত্যু হয়েছে। 

বিজ্ঞাপন

রোববার (১৪ জুলাই) ঈশ্বরদী-ঢাকা রেলরুটের মুলাডুলির নিকরহাটা গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত কাজল মন্ডল (২৮) নাটোরের বড়াইগ্রাম উপজেলার পূর্ণকলস গ্রামের হাবিবুর রহমানের ছেলে।

বিজ্ঞাপন

ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ রেলওয়ে থানার ওসি মাহাবুবুর রহমান সরকার।

স্থানীয়রা জানান, রোববার দুপুরে শ্বশুরবাড়ি থেকে নিকরহাটা মোড়ে কাজল মন্ডল চা পান করতে যাচ্ছিলেন। এ সময় নিকরহাটা রেলগেট এলাকায় রেললাইন পাড়ি দেওয়ার সময় ট্রেনে কেটে ঘটনাস্থলেই মারা যান তিনি। পরে স্বজনরা তার মরদেহ উদ্ধার করে নিজ বাড়িতে নিয়ে যান।

এ বিষয়ে ওসি মাহাবুবুর রহমান সরকার বলেন, ‘ট্রেনে কাটা পড়ে একজন মারা গেছেন। এ বিষয়ে ঘটনাস্থলের নিকটবর্তী ঈশ্বরদীর মুলাডুলি রেলস্টেশন মাস্টারের সঙ্গে যোগাযোগ করেছি, তিনি কোনো তথ্য দিতে পারেননি।’

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |