• ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০২৪, ৬ আশ্বিন ১৪৩১
logo

ওমিক্রন : সাত বাড়িতে টাঙানো হবে লাল পতাকা

ব্রাক্ষণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২৯ নভেম্বর ২০২১, ২১:৫০
ওমিক্রন : সাত বাড়িতে টাঙানো হবে লাল পতাকা
ফাইল ছবি

ভয়ংকর ওমিক্রন ছড়িয়ে পড়ার আশঙ্কায় সোমবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ায় করোনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।

বৈঠকে সাউথ আফ্রিকা থেকে আগত ব্রাহ্মণবাড়িয়ার ৭ নাগরিকের বাড়িতে প্রাথমিক নিরাপত্তা পদক্ষেপ হিসেবে লাল পতাকা টানিয়ে হোম কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

একই সঙ্গে আখাউড়া স্থলবন্দর দিয়ে সকল যাত্রী পারাপারে ও কঠিনভাবে স্বাস্থ্য পরীক্ষার নির্দেশ জারি করা হয়েছে।

জেলা প্রাশাসক হায়াত-উদ-দৌলা-খাঁনের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডা. মো. একরামুল্লাহ, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল-মামুন সরকার, প্রেসক্লাব সভাপতি রিয়াজউদ্দিন জামি।

সভা সূত্রে জানা গেছে, সাউথ আফ্রিকা থেকে ব্রাহ্মণবাড়িয়া জেলার বাঞ্ছারামপুরে ১ জন, কসবার ৩ জন, নবীনগরের ১ জন ও সদর উপজেলার ২ জন বাসিন্দা দেশে এসেছে। তাদের ব্যাপারে দ্রুত অনুসন্ধান চালিয়ে হোম কোয়ারেন্টিনে নিশ্চিতসহ লাল পতাকা টানিয়ে দিতে হবে। সভায় করোনার টিকা দ্রুত বাড়ানো সিদ্ধান্ত হয়েছে।

রেজিস্ট্রেশনকৃত ২ লাখ লোককে দ্রুত টিকা নিশ্চিত করার জন্য পদক্ষেপ নেওয়ার কথা জানানো হয়েছে।

এমআই/এসকে

মন্তব্য করুন

Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রেনের ধাক্কায় প্রাণ গেল সাবেক ছাত্রদল নেতার
দায়ের কোপে প্রাণ গেল ভিক্ষুকের
দেশীয় অস্ত্রসহ ৪ ছিনতাইকারী গ্রেপ্তার
ব্রাহ্মণবাড়িয়ায় র‍্যাবের অভিযানে মিলল নকল রিভলবার-পিস্তল