ঢাকাশনিবার, ১৫ মার্চ ২০২৫, ১ চৈত্র ১৪৩১

আখাউড়ায় দেশীয় অস্ত্রসহ ২ ডাকাত গ্রেপ্তার

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৯ মার্চ ২০২৫ , ০৮:০৮ পিএম


loading/img
ছবি: আরটিভি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে আখাউড়া পুলিশ। 

বিজ্ঞাপন

রোববার (৯ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেছেন আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন। 

এর আগে, শনিবার গভীর রাতে পৌরসভার মসজিদপাড়া মেথরপট্টি সংলগ্ন রেলক্রসিংয়ের পূর্ব পাশে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

বিজ্ঞাপন

গ্রেপ্তারকৃতরা হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর বাসুদেব ইউনিয়নের বাসুদেব গ্রামের মহিউদ্দিনের ছেলে মাইনুল ইসলাম জুয়েল (২৩), একই সদরের মাছিহাতা ইউনিয়নের মঙ্গল মিয়ার ছেলে মো. ইমান হোসেন(২৩)।

আখাউড়া থানার ওসি মো. ছমিউদ্দিন বলেন, গ্রেপ্তারকৃত আসামিদের বিরুদ্ধে চুরি, ডাকাতি, দস্যুতা, অস্ত্র আইনসহ একাধিক মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এ ছাড়াও অজ্ঞাতনামা আরও ৫ থেকে ৭ জনের বিরুদ্ধে মামলা হয়েছে। 

আরটিভি/এমকে

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |