পানির কল ছাড়লেই বের হচ্ছে রক্তসহ পানি, অতঃপর...

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি, আরটিভি নিউজ

বুধবার, ০৫ মার্চ ২০২৫ , ০২:২৩ পিএম


পানির কল ছাড়লেই বের হচ্ছে রক্তসহ পানি, অতঃপর...
ছবি: সংগৃহীত

ব্রাহ্মণবাড়িয়ার পৌর শহরের একটি বাড়ির পানির ট্যাংক থেকে অর্ধগলিত এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় শহরের কলেজ পাড়ার মৃত ধন মিয়ার একতলা বাড়ি থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

বিজ্ঞাপন

বুধবার (৫ মার্চ) বিষয়টি নিশ্চিত করেছেন ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ওবায়দুর রহমান।

নিহত যুবকের নাম মো. তালিব মিয়া। তার আনুমানিক বয়স ২৮ বছর। তিনি শহরের কান্দিপাড়ার মৃত রাজা মিয়ার ছেলে। তিনি মানসিক প্রতিবন্ধী ছিলেন বলে জানিয়েছেন স্থানীয়রা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকেলে ধন মিয়ার স্ত্রী বাড়ির কাজে পানির কল ছাড়লে পানির সঙ্গে রক্ত বের হয়ে আসে। বিষয়টি তার সন্দেহ হলে কয়েকজনকে পানির ট্যাংক দেখতে পাঠানো হয়। তারা ট্যাংকের ভেতর মরদেহ দেখতে পান। খবর পেয়ে পুলিশ এসে ট্যাংকটি কেটে মরদেহটি উদ্ধার করে।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার ওবায়দুর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মরদেহের শরীরে আঘাতের চিহ্ন আছে। প্রাথমিক ধারণা করা হচ্ছে, তাকে হত্যার পর এখানে ফেলে রাখা হয়েছে। 

তিনি আরও বলেন, ঘটনাটির তদন্ত চলছে। আশপাশের বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করা হচ্ছে। এর সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে।

বিজ্ঞাপন

আরটিভি/এমকে/এআর

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission