পঞ্চম দফার ইউনিয়ন পরিষদ নির্বাচনে মাদারীপুরের শিবচর উপজেলায় ২ ইউনিয়নে ফলাফল ঘোষণা করা হয়েছে।
বুধবার (৫ জানুয়ারি) রাতে উপজেলা ইলিয়াস আহমেদ চৌধুরী অডিটরিয়ামে ফলাফল ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মাকসুদুর রহমান।
জানা গেছে, বুধবার (৫ জানুয়ারি) ঘোষিত ফলাফলে দেখা যায় উপজেলার বন্দরখোলা ইউনিয়নে ৬নং ওয়ার্ডের আছিম বেপারির কান্দি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে দুই মেম্বার প্রার্থী সমান সংখ্যক ভোট পেয়েছেন।
ইউপি সদস্য পদে মো. আতাউর রহমান তালা প্রতীক নিয়ে ৪৫৮ ভোট পেয়েছেন। একই সংখ্যক ভোট পেয়েছেন মোরগ মার্কা নিয়ে মো. মনির হোসেন।
মাদারীপুর জেলা নির্বাচন অফিসার মনিরুজ্জামান আরটিভি নিউজকে বলেন, দুই প্রার্থীর সমান ভোট পেয়েছেন। পরবর্তী কমিশনের নির্ধারিত তারিখ অনুযায়ী ওই দুই প্রার্থীর মাঝে ভোট হবে। তবে তারা কোন প্রকার প্রচারণা করতে পারবে না।
জিএম/এসকে