কক্সবাজারের উখিয়ায় ৭ নম্বর রোহিঙ্গা ক্যাম্পে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে।
শুক্রবার ( ২৫ ফেব্রুয়ারি) দুপুরে উখিয়ার কুতুপালং ৭ নম্বর ক্যাম্পের টিভি টাওয়ারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পুড়েছে ৮ দোকান। ৪৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এনেছে ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিস ও আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) অগ্নিকাণ্ডের বিষয়টি নিশ্চিত করেছেন।
উখিয়া ফায়ার সার্ভিস স্টেশনের এক কর্মকর্তা জানান, রোহিঙ্গা ক্যাম্পে লাগা আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয়েছেন।
আর্মড পুলিশ ব্যাটালিয়ন-১৪ (এপিবিএন) এর অধিনায়ক (পুলিশ সুপার) নাইমুল হক জানান, খবর পেয়ে আমাদের লোকজন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করেছে। পাশাপাশি ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনা হয়েছে।