ঢাকাবুধবার, ০৯ এপ্রিল ২০২৫, ২৬ চৈত্র ১৪৩১

শিক্ষার্থীদের জন্য মাসিক বৃত্তি চালু করলেন জাহান আরা বৃত্তি প্রকল্প

স্টাফ রিপোর্টার, কুমিল্লা

বৃহস্পতিবার, ০৩ মার্চ ২০২২ , ০৩:৩২ পিএম


loading/img
ছবি: আরটিভি নিউজ

কুমিল্লা নবাব ফয়েজুন্নেছা বালিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য মাসিক শিক্ষা বৃত্তি চালু করলেন বেগম জাহান আরা বৃত্তি প্রকল্প।

বিজ্ঞাপন

কুমিল্লার মুরাদনগর উপজেলার মোচাগাড়া সৈয়দ বাড়ির সৈয়দা রানী মা ফাউন্ডেশনের আয়োজনে বৃহস্পতিবার (৩ মার্চ) সকালে ফয়েজুন্নেছা বালিকা বিদ্যালয় মিলনায়তনে বৃত্তির অর্থ তুলে দেন কুমিল্লা জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান। এ সময় অনুষ্ঠানে জানানো হয় ১০ জন শিক্ষার্থী প্রতি মাসে এ শিক্ষাবৃত্তির অর্থ পাবেন। 

মুরাদনগর উপজেলার মোচাগাড়া সৈয়দ বাড়ির সৈয়দা রানী মা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি সৈয়দা সুফিয়া আক্তার (রানী ) জানান, তার মা বেগম জাহান আরা এক মহীয়সী নারী ছিলেন। জীবদ্দশায় জাহান আরা বহু এতিম অসহায় শিক্ষার্থীদের লেখাপড়া করিয়ে ছিলেন।  বাবা ছিলেন একজন সরকারী কর্মকর্তা। শিক্ষানুরাগী মায়ের  স্মৃতি-রক্ষার্থে ফাউন্ডেশন গঠন করেন। এ ফাউন্ডেশন থেকে অসহায় মেধাবী শিক্ষার্থীদের লেখাপড়ার খরচ বহন করা হবে।

বিজ্ঞাপন

কুমিল্লা নবাব ফয়েজুন্নেছা বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রোকসানা ফেরদৌস মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমিল্লা সাংবাদিক ইউনিয়নের সভাপতি আর টিভির স্টাফ রিপোর্টার গোলাম কিবরিয়া। 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |