ঢাকা

ঝড়ের কবলে পড়ে দুই যুবকের মৃত্যু 

সুনামগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

মঙ্গলবার, ১৯ এপ্রিল ২০২২ , ০৫:২৫ পিএম


loading/img
ফাইল ছবি

সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় নৌকা নিয়ে বের হয়ে ঝড়ের কবলে পড়ে নিখোঁজ দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার সুলকাবাদ ইউনিয়নের মনিপুরহাটি এলাকায় ধোপাজান চলতি নদী থেকে; তাদের মরদেহ উদ্ধার করা হয়। 

তারা হলেন, মনিপুরহাটি গ্রামের আনোয়ার হোসেন (২০) ও অনিক হাসান (১৮)। দুজনই একই এলাকার প্রতিবেশী।  

বিজ্ঞাপন

ঝড়ের কবলে পড়ে মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্বম্ভরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল হোসেন।

তিনি আরটিভি নিউজকে জানিয়েছেন, গতকাল সোমবার বিকেলে তারা নৌকা নিয়ে বের হলে রাতে বাড়ি ফেরার পথে ধোপাজান চলতি নদীতে ঝড়ের কবলে পড়ে। এ সময় রাত বেশি হয়ে যাওয়ায় নৌকার ভিতর আশ্রয় নেয়। নৌকাটি তারা ধোপাজান নদীর একটি পাড়ে নোঙর করে।

ধারণা করা হচ্ছে তারা ঘুমিয়ে পড়েছিল। রাতে দুজন বাড়িতে ফিরে না যাওয়ায় পরদিন সকালে স্থানীয়রা বিষয়টি পুলিশকে জানায়। পুলিশের ডুবুরি দল দিয়ে এই দু’জনের অনুসন্ধান চালায়। পরে নৌকার ভিতর থেকে মরদেহ উদ্ধার করা হয়।    

বিজ্ঞাপন

ওসি আরও জানান, মরদেহ উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে ময়নাতদন্তের জন্য পাঠানো হচ্ছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |