সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা ও ভাঙচুর

শরীফ চৌধুরী

সোমবার, ২৫ এপ্রিল ২০২২ , ১০:১২ পিএম


সাবেক শিক্ষা প্রতিমন্ত্রীর গাড়িতে হামলা ও ভাঙচুর
আ ন ম এহছানুল হক মিলন

চাঁদপুরের কচুয়ায় সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী ও বিএনপি কেন্দ্রীয় নেতা ড. আ ন ম এহছানুল হক মিলনের গাড়ি বহরে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।

বিজ্ঞাপন

সোমবার (২৫ এপ্রিল) বিকেল সাড়ে ৫টার দিকে কচুয়া উপজেলার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় এ হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটে। এ সময় তিনি বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ইফতার পার্টিতে অংশগ্রহণ না করে পাশ্ববর্তী হোসেনপুর এলাকায় সংক্ষিপ্ত বক্তব্য দিয়ে ঢাকায় ফিরে যান।

বিএনপির দলীয় নেতাকর্মী সূত্রে জানা গেছে, সোমবার বদরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সদর ইউনিয়ন যুবদল ও ছাত্রদলের উদ্যোগে ইফতার পার্টির আয়োজন করা হয়। পরবর্তীতে ওই স্থানে ক্ষমতাসীন দলের নেতারা ইফতার পার্টির আয়োজন করে। পরে এহছানুল হক মিলন ওই সভায় যোগদান না করে হোসেনপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ইফতার পার্টিতে যাওয়ার চেষ্টা করলে ক্ষমতাসীন দলের কিছু নেতাকর্মী তার গাড়ি বহরের পিছনে হামলা চালিয়ে ভাঙচুর করেন বলে এহছানুল হক মিলন দাবি করেন।

বিজ্ঞাপন

এ সময় তার স্ত্রী কেন্দ্রীয় মহিলা দলের সহসভানেত্রী নাজমুন নাহার বেবী ও সাংবাদিক আতাউল করিম গাড়ি বহরে ছিলেন।

কচুয়া থানার ওসি তদন্ত মো. ছানোয়ার হোসেন আরটিভি নিউজকে বলেন, খবর পেয়ে আমরা ঘটনাস্থলে গিয়ে বিশৃঙ্খল পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission