বরিশালের বাকেরগঞ্জ উপজেলার বাখরকাঠি ঘোষবাড়ির ঘাট-সংলগ্ন তুলাতলী নদীতে বালুবোঝাই বাল্কহেড ডুবির ঘটনায় এক শ্রমিক নিখোঁজ রয়েছেন।
বৃহস্পতিবার (২ জুন) সকালে কেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন ভোরে ওই নদীতে এ ঘটনা ঘটে।
নিখোঁজ মো. মিলন ঝালকাঠির নলছিটি উপজেলার বাসিন্দা।
জানা গেছে, ঘাটে বাল্কহেডটি দড়ি দিয়ে বাঁধা ছিল। সেখানে চালকসহ চারজন ঘুমিয়ে ছিলেন। বৃহস্পতিবার (২ জুন) ভোরে দড়ি খুলে গিয়ে বাল্কহেডটি স্রোতে কিছুটা দূরে চলে যায়। একপর্যায়ে ভাটার কারণে একপাশ কাত হয়ে পানি ঢুকে বাল্কহেডটি ডুবে যায়। এ সময় বাল্কহেডে থাকা চালকসহ তিন শ্রমিক সাতরে তীরে উঠতে পারলেও মিলন উঠতে পারেননি।
কেরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) সত্যরঞ্জন খাসকেল বলেন, আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনার পর থেকেই নিখোঁজ শ্রমিককে উদ্ধারে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তল্লাশি চালাচ্ছে। তবে বেলা সাড়ে ১২টা পর্যন্ত মিলনের খোঁজ মেলেনি।