আ.লীগের ২২ নেতাকর্মী বহিষ্কার

জামালপুর প্রতিনিধি, আরটিভি নিউজ

সোমবার, ২৫ জুলাই ২০২২ , ০৮:০৯ পিএম


আ.লীগের ২২ নেতাকর্মী বহিষ্কার
ছবি : সংগৃহীত

জামালপুরের দেওয়ানগঞ্জে পৌরসভা নির্বাচনে নৌকার প্রার্থীর বিপক্ষে অবস্থান এবং দলীয় শৃঙ্খলাভঙ্গের দায়ে জামালপুরে আওয়ামী লীগের ২২ নেতাকর্মীকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

বিজ্ঞাপন

জেলা আওয়ামী লীগের সভাপতি মো. বাকী বিল্লাহ ও সাধারণ সম্পাদক ফারুক আহম্মেদ চৌধুরীর সই করা সংবাদ বিজ্ঞপ্তিতে সোমবার (২৫ জুলাই) এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হচ্ছেন- দেওয়ানগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মনোয়ার হোসেন মনি, যুগ্ম সাধারণ সম্পাদক সৈয়দ আহম্মদ ছাবু, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রিফাইতুল ইসলাম শুভ, ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক বিজয় মিয়া, আ. গফুর, গোলাম মোস্তফা আবু, আসরাফুল ইসলাম আক্কাস, মো. রেজাউল করিম, মো. ওয়াহাব, দুলাল, বাদশা, বাবলু, তাপস আহম্মদ, মাহাবুবুর রহমান, বিকাশ কবির ইমরান, রেজাউল করিম, মোখলেছুর রহমান, রেজাউল করিম রাজা, শাহারিয়া সোহেল, আলামিন হিটলার, দেওয়ান বাবলা, এবং মোজাফফর আহম্মদ। 

বিজ্ঞাপন

আগামী ২৭ জুলাই দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। নির্বাচন মোট ৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে আওয়ামী লীগে প্রার্থী ৩ জন, বিএনপির ১ জন। নির্বাচনে দলীয় মনোনয়ন দেওয়া হয়েছে সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি ইসতিয়াক হোসেন দিদারের স্ত্রী ফারিন হোসেনকে। আর দলীয় মনোয়ন না পেয়ে বিদ্রোহী (স্বতন্ত্র) প্রার্থী হয়েছে স্থানীয় সংসদ সদস্য সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদের ভাতিজা নূরনবী অপু এবং বিজয় দিবসের অনুষ্ঠানে উপজেলা শিক্ষা অফিসারকে থাপ্পড় মেরে চেয়ার হারানো শাহ নেওয়াজ শাহানশাহ। 

আর বিএনপির একমাত্র প্রার্থী হয়ে নির্বাচনে লড়াই করছেন সাদেক আকতার নেওয়াজী। দেওয়ানগঞ্জ পৌরসভার নির্বাচনে এই প্রথম ভোটারা ইভিএম পদ্ধতিতে ভোট প্রদান করবেন।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© All Rights Reserved 2016-2025 | RTV Online | It is illegal to use contents, pictures, and videos of this website without authority's permission