ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

গাছ কাটার সময় নিচে পড়ে প্রাণ গেল শ্রমিকের

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি, আরটিভি নিউজ 

শনিবার, ১৯ এপ্রিল ২০২৫ , ০৪:৩১ পিএম


loading/img
ছবি: আরটিভি

জামালপুরের দেওয়ানগঞ্জে গাছের ডাল কাটতে গিয়ে গাছ থেকে পড়ে নজরুল ইসলাম (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

শনিবার (১৯ এপ্রিল) সকাল ১০টার দিকে ডাংধরা ইউনিয়নের কাউনিয়ারচর পশ্চিম পাড়া এলাকায় এ ঘটনা ঘটে। 

নিহত নজরুল ইসলাম চর আমখাওয়া ইউনিয়নের দক্ষিণ মুকিরচর গ্রামের নুরু মিয়ার ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয় সূত্র জানায়, কাঠের বেপারী আবুল হোসেনের কয়েকটি গাছ কাটার জন্য যায় পশ্চিম পাড়া গ্রামে যায় গাছ কাটা শ্রমিক নজরুল ইসলাম। সঙ্গীদের নিয়ে সকাল থেকে গাছ কাটছিলেন তিনি। এক পর্যায়ে তিনি একটি গাছে উঠে ডাল কাটার সময় অন্য একটি গাছের সঙ্গে ধাক্কা লেগে মাটিতে পড়ে যায়। পরে গুরুতর আহত নজরুল ইসলামকে রাজিবপুর উপজেলা স্বাস্থ্য কমেপ্লক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সানন্দবাড়ি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ আবদুর রহিম জানান, নিহতের পরিবারের আবেদনের প্রেক্ষিতে বিনা ময়নাতদন্তে লাশ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |