জামালপুরে ২ মোটরসাইকেলের সংঘর্ষে এক যুবক নিহত হয়েছেন। ওই যুবকের নাম আব্দুর রহিম (৩২)। আহত হয়েছেন আরও ৪ জন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শুক্রবার (১৮ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছেন মেলান্দহ থানার ওসি শফিকুল ইসলাম।
নিহত আব্দুর রহিম উপজেলার চরপলিশা এলাকার জিয়াউল হকের ছেলে।
আহতরা হলেন, উপজেলার চরঘোষেরপাড়া এলাকার আবুল কাশেমের ছেলে নিরব (১৯) ও সুরমান হোসেনের ছেলে আনন্দ (৩০), চরপলিশা এলাকার মোস্তফার ছেলে আল আমীন (২৮) ও বেতমারী এলাকার রমজান আলির ছেলে সাইদুল্লাহ হোসেন (৩০)।
মেলান্দহ উপজেলার দেওয়ানগঞ্জ-জামালপুর আঞ্চলিক মহাসড়কের বুরুঙ্গা (ছেন্না) এলাকায় বৃহস্পতিবার রাত ১০টায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার রাত ১০টায় জামালপুরগামী মোটরসাইকেলের সঙ্গে মেলান্দহগামী মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ২ মোটরসাইকেলের পাঁচজন আরোহী গুরুতর আহত হন। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে জামালপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন। আনন্দর অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাকি তিনজন জামালপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে ওসি শফিকুল ইসলাম বলেন, দেওয়ানগঞ্জ-জামালপুর মহাসড়কে ২ মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে একজন নিহত ও চারজন আহত হয়েছেন। মোটরসাইকেল দুটি উদ্ধার করে থানায় নেওয়া হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
আরটিভি/এমকে/এআর