ঢাকাবৃহস্পতিবার, ০১ মে ২০২৫, ১৮ বৈশাখ ১৪৩২

দেওয়ানগঞ্জে ৩৫০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

বকশীগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ 

বৃহস্পতিবার, ১৭ এপ্রিল ২০২৫ , ০৮:৩৬ পিএম


loading/img
ছবি: আরটিভি

জামালপুরের দেওয়ানগঞ্জে ৩ হাজার ৫০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ সোনা মিয়া (৫০) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) দুপুরের দিকে জামালপুর জেলা মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজ বিষয়টি নিশ্চিত করেন। এর আগে বুধবার (১৬ এপ্রিল) রাতে তাকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক সোনা মিয়া উপজেলার চর আমখাওয়া ইউনিয়নের সিলেটপাড়া গ্রামের মৃত আজগর আলীর ছেলে।

বিজ্ঞাপন

মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জামালপুরের সহকারী পরিচালক মো. আব্দুল হালিম রাজের নেতৃত্বে একটি অভিযানিক দল দেওয়ানগঞ্জ উপজেলার সিলেটপাড়া গ্রামে সোনা মিয়ার বাড়ীতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করেন।

এ সময় আটক সোনা মিয়ার দেহ তল্লাশি করে তার শার্টের সামনের পকেটে এবং বসতঘরে তল্লাশি করে ৩ হাজার ৫০০ পিস এ্যামফিটামিনযুক্ত ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। 

এ ঘটনায় মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক মো. নজরুল ইসলাম বাদী হয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দেওয়ানগঞ্জ মডেল থানায় একটি নিয়মিত মামলা দায়ের করেন।

বিজ্ঞাপন

আরটিভি/এএএ 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |