ঢাকা

পৃথক স্থান থেকে দুইজনের মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

রোববার, ০৪ জুন ২০২৩ , ০৬:১৯ পিএম


loading/img

সিরাজগঞ্জের তাড়াশে পৃথক স্থান থেকে অজ্ঞাতনামা দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

বিজ্ঞাপন

রোববার (৪ জুন) সকালে তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের হেদারখাল গ্রাম ও এনায়েতপুরে যমুনা নদী থেকে দুই যুবকের ভাসমান মরদেহ উদ্ধার করে পুলিশ। 

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম বলেন, সকালে হেদারখাল গ্রামের একটি পুকুরে এক ব্যক্তির বস্তাবন্দি মরদেহ ভাসছিল। স্থানীয় এলাকাবাসী মরদেহটি দেখে পুলিশকে জানায়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বিজ্ঞাপন

অপরদিকে এনায়েতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনিসুর রহমান বলেন, বেলা ১১টার দিকে এনায়েতপুর থানার জালালপুর ইউনিয়নের পাড়া মোহনপুর এলাকার যমুনা নদীতে এক যুবকের ভাসমান মরদেহ দেখে পুলিশকে জানায় এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |