সিরাজগঞ্জের কাজীপুরে ডোবার পানিতে ডুবে তন্নী (৮) ও অনামিকা (৯) নামে মামাতো-ফুপাতো দুই বোনের মৃত্যু হয়েছে।
শুক্রবার (৭ মার্চ) দুপুরে উপজেলার মাইজবাড়ী ইউনিয়নের বিলচতল গ্রামে এ ঘটনা ঘটে। পরে স্বজনরা ডোবা থেকে দুই শিশু মরদেহ উদ্ধার করে।
নিহত তন্নী একই গ্রামের হাফিজুর রহমানের মেয়ে ও আনিকা হাফিজার রহমানের বোনের মেয়ে। তারা সম্পর্কে আপন মামাতো-ফুপাতো বোন।
নিহত তন্নীর চাচা আব্দুল বারিক বলেন, সকালে স্তূপ করে রাখা বালুর ওপর ওরা খেলা করছিল। এরপর থেকে আর খুঁজে পাওয়া যাচ্ছিল না। পরে দুপুরে স্তূপ করে রাখা বালুর পাশের ডোবায় তাদের মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা তাদের খবর দেয়। এরপর দুজনকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়।
কাজীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম গণমাধ্যমকে জানান, যমুনা নদী থেকে উত্তোলনকৃত বালু হাফিজুর রহমানের বাড়ির পাশে স্তূপ করে রাখা ছিল। আজ সকালে ওই বালুর ওপর খেলা করছিল শিশু দুটি। খেলার একপর্যায়ে তারা ডোবার পানিতে নেমে ডুবে যায়। পরে অনেক খোঁজাখুঁজির পর দুপুরে মরদেহ ভেসে ওঠে। পরে স্থানীয়রা পুলিশে খবর দেন।
আরটিভি/এএএ/এআর