ঢাকাশুক্রবার, ২১ মার্চ ২০২৫, ৭ চৈত্র ১৪৩১

সিরাজগঞ্জে ট্রাক্টর উল্টে খাদে, নিহত ২

আরটিভি নিউজ 

মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫ , ১১:০১ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর খাদে পড়ে দুই যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছে একজন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৮ মার্চ) বিকেলে উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের আবদুস সালাম হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২০) এবং একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো. বাবু (২০)।

বিজ্ঞাপন

স্থানীয় ইউপি সদস্য মো. রাজিব সরকার রাজু বলেন, কৃষিজমিতে কাজ শেষে ট্রাক্টর নিয়ে বিকেলে বিনোদপুর বাজার থেকে তেল কিনে বাড়ি ফিরছিলেন তিন যুবক। ট্রাক্টরটি কুসুম্বি গ্রামে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এ সময় ট্রাক্টরটি রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে দুই যুবকের মৃত্যু হয়।

তাড়াশ থানার পরিদর্শক (তদন্ত) নাজমুল কাদের গণমাধ্যমকে জানান, তাড়াশ উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামে মধ্যে দিকে একটি ট্রাক্টর যাচ্ছিল। ট্রাক্টরের বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে উল্টে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন নিহত হন

আরটিভি/এএএ-টি  

বিজ্ঞাপন

 

 

 

 

 

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |