• ঢাকা সোমবার, ২৩ ডিসেম্বর ২০২৪, ৮ পৌষ ১৪৩১
logo

স্বামী-স্ত্রীর ঝগড়ায় না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি, আরটিভি নিউজ

  ২০ জুলাই ২০২৩, ১০:৫৬
স্বামী-স্ত্রীর ঝগড়ায় না খেয়ে ৮ দিনের শিশুর মৃত্যু
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লা ফতুল্লার শাসনগাঁও এলাকায় স্বামীর সঙ্গে ঝগড়া করে ছেলে (১৪ মাস) ও মেয়েকে (আট দিন) রেখে বাসা ছেড়ে চলে যান স্ত্রী। পরে মেয়ে শিশুটি না খেতে পেয়ে মারা যান বলে অভিযোগ উঠেছে।

বৃহস্পতিবার (২০ জুলাই) ফতুল্লা মডেল থানার এসআই জিয়াউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। বুধবার রাতে ওই এলাকার বনশ্রী মোড়ের শাহজাহান খানের ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, রাজিবের সঙ্গে মঙ্গলবার (১৮ জুলাই) সন্ধ্যায় তার স্ত্রী ফারজানার ঝগড়া হয়। এ সময় দুই সন্তান রেখে ফারজানা তার বোনের বাড়িতে চলে যায়। এর মধ্যে ছেলেকে খাওয়ালেও মেয়ে শিশুকে কোনো কিছু খাওয়াতে পারেননি রাজিব। পরে বুধবার রাতে মেয়ে শিশুটি নিথর হয়ে পড়লে তার স্ত্রীর কাছে নিয়ে যান রাজিব।

ফারজানা জানান, রাজিব মঙ্গলবার সন্ধ্যায় সন্তানদের রেখে মারধর করে আমাকে বাসা থেকে বের করে দেন। বুধবার রাতে মৃত সন্তান নিয়ে আমার কাছে আসেন রাজিব।

রাজিব জানান, ফারজানা জেদ করে বাসা থেকে বের হয়ে যায়। পরে খাবার না পেয়ে আমার মেয়ে শিশুটি মারা গেছে।

এসআই জিয়াউর রহমান জানান, বুধবার রাতে খবর পেয়ে মরদেহ উদ্ধার করা হয়েছে। পরে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত রিপোর্ট হাতে আসলে মৃত্যুর কারণ জানা যাবে।

মন্তব্য করুন

Bangal
rtv Drama
Radhuni
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সোনারগাঁয়ে ছেলের ছুরিকাঘাতে বাবা খুন
বুয়েট ছাত্রের মৃত্যুর ঘটনায় তিন আসামি ২ দিনের রিমান্ডে
সোনারগাঁও বুরুমদী উচ্চ বিদ্যালয়ের হীরক জয়ন্তী উদযাপন
পূর্বাচলে বুয়েট শিক্ষার্থী নিহত, প্রাইভেটকার নিয়ে চাঞ্চল্যকর তথ্য জানাল পুলিশ