ঢাকাসোমবার, ০৭ জুলাই ২০২৫, ২৩ আষাঢ় ১৪৩২

মোটরসাইকেল কিনে না দেওয়ায় যুবকের আত্মহত্যা

কুড়িগ্রাম (উত্তর) প্রতিনিধি

সোমবার, ০৭ আগস্ট ২০২৩ , ০৯:২৩ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মোটরসাইকেল কিনে না দেওয়ায় বাবার সঙ্গে অভিমান করে গলায় ফাঁস দিয়ে মেহেদী হাসান ফারুক (২৪) নামে এক যুবক আত্মহত্যা করেছেন।

বিজ্ঞাপন

সোমবার (৭ আগস্ট) বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

মেহেদী হাসান উপজেলার বলদিয়া ইউনিয়নের কেদার গ্রামের জামাতপাড়া এলাকার কৃষক গোলজার হোসেনের ছেলে।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, মেহেদী তার বাবার কাছে মোটরসাইকেল কিনে দিতে বলে। মোটরসাইকেল কেনার জন্য টাকা দেবে বলে সুপারি বাগান বিক্রি করে কিছু টাকা সংগ্রহ করেন মেহেদীর বাবা। বাকি টাকা সংগ্রহ করতে কয়েক দিন সময় লাগবে বলে মেহেদীকে জানান। মেহেদী তার বাবাকে আজকে এক ঘণ্টার মধ্যে মোটরসাইকেল কিনে দিতে হবে বলে জানায়। পরে মোটরসাইকেল কিনে দিতে না পারায় বাবার সঙ্গে অভিমান করে নিজ ঘরে ফাঁস দিয়ে আত্মহত্যা করে।

প্রতিবেশী শিক্ষক সাইফুর রহমান বলেন, মেহেদী তার বাবার কাছে এক ঘণ্টার মধ্যে মোটরসাইকেল কিনতে টাকা চান। এ সময়ের মধ্যে মোটরসাইকেল কিনে দিতে পারেননি। এ অভিমানে সে আত্মহত্যা করেছে। মেহেদী এসএসসি পাস করে আর লেখাপড়া করেনি। সে বিদেশে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিল।

কচাকাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বিশ্বদেব রায় বলেন, আত্মহত্যার খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছিল। মরদেহের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরি করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |