বরগুনার বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নে গোপনীয় বৈঠকের সময় ইসলামী ছাত্রশিবিরের ছয় কর্মীকে আটক করেছে পুলিশ।
সোমবার (২৮ আগস্ট) বামনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ (ওসি) মো. মাইনুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। রোববার (২৭ আগস্ট) সন্ধ্যা সারে ৬টার দিকে ওই ইউনিয়নের ছোনবুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, বামনা উপজেলার বুকাবুনিয়া ইউনিয়নের ইসাহাক হাওলাদারের ছেলে বামনা উপজেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি মো. হাসিবুর রহমান (২০)। পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের আবুল কালাম আজাদের ছেলে মো. সাইফুল ইসলাম। পাথরঘাটা উপজেলার কাঠালতলী ইউনিয়নের মতিয়ার রহমানের ছেলে মো. হাসিবুর রহমান। পাথরঘাটা উপজেলার নাচনাপাড়া ইউনিয়নের আবদুল বারেক সরদারের ছেলে মো. সুমন সরদার। বামনা উপজেলার রামনা ইউনিয়নের মৃত্যু চান মিয়া হাওলাদারের ছেলে মো. ইসা আলম। পাথরঘাটা থানার কাঁঠালতলী ইউনিয়নের হেমায়েত উদ্দিনের ছেলে মো. আশরাফুল ইসলাম।
ওসি মো. মাইনুল ইসলাম জানান, রোববার সন্ধ্যায় গোপন বৈঠকে নাশকতার পরিকল্পনার অভিযোগে ইসলামী ছাত্র শিবিরের ছয় কর্মীকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।