ঢাকা

দুই বাইকের সংঘর্ষে প্রাণ গেল কলেজশিক্ষার্থীর

টাঙ্গাইল (দক্ষিণ) প্রতিনিধি, আরটিভি নিউজ

বৃহস্পতিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৩ , ১০:২৮ পিএম


loading/img
ছবি: সংগৃহীত

টাঙ্গাইলের বাসাইলে মোটরসাইকেল দুর্ঘটনায় মুনিয়া মুক্তি (২১) নামের এক কলেজশিক্ষার্থী নিহত হয়েছেন।

বিজ্ঞাপন

বুধবার (১৩ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টার দিকে বাসাইল উপজেলার বাসুলিয়া নামক এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে।

নিহত মুনিয়া সখীপুরের গজারিয়া গ্রামের মজিবুর রহমানের মেয়ে। তিনি টাঙ্গাইলের করটিয়া সাদত বিশ্ববিদ্যালয় কলেজে রসায়ন বিভাগের অনার্স ফাইনাল ইয়ারের শিক্ষার্থী ছিলেন।

বিজ্ঞাপন

এলাকাবাসী সূত্রে জানা যায়, বুধবার সন্ধ্যায় মোটরসাইকেলে করে কলেজ থেকে বাড়ি ফিরছিলেন মুনিয়া। এ সময় বাসুলিয়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে তাদের মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন মুনিয়া। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে টাঙ্গাইলের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। পরে অ্যাম্বুলেন্সে ঢাকা আনার পথে রাত ১০টার দিকে তার মৃত্যু হয়।

নিহতের বাবা মজিবুর রহমান জানান, পুলিশকে খবর দেওয়া হয়নি। মেয়েকে রক্তাক্ত অবস্থায় ঢাকায় নেওয়ার পথেই মৃত্যু হয়। পরে সেখান থেকেই বাড়িতে ফিরিয়ে আনা হয়। 

নিহত মুনিয়ার চাচাতো ভাই আমিনুল ইসলাম বলেন, বৃহস্পতিবার বেলা ১১টার দিকে মুনিয়াকে সখীপুরে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

আরটিভি খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন

বিজ্ঞাপন

Loading...


© স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৬-২০২৫ | RTV Online |